দুই দলের শক্তি: শক্তির দিক থেকে বিচার করলে দুই দলেই কিন্তু একাধিক ম্যাচ উইনার রয়েছে। আরসিবি দলে রয়েছেন স্মৃতি মন্ধনা, হেদার নাইট, ডেন ভ্যান নিকার্ক, রেণুকা সিং ঠাকুর, রিচা ঘোষদের মত তারকারা। অপরদিকে দিল্লি ক্যাপিটালস দলে রয়েছেন, মেগ ল্যানিং, জেমাইমা রডরিগেজ, শেফালি ভার্মা, রাধা যাদব,শিখা পান্ডে,তিতাস সাধুর মত নাম। ফলে ব্যাটে-বলে দুই দলই খুবই শক্তিশালী। ফলে হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
advertisement
আরসিবির সম্ভাব্য একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, শ্রেয়াঙ্কা পাটিল, কণিকা আহুজা, পুণম খেমনার, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।
দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ: শেফালি ভার্মা, অ্যালিস ক্যাপসে, জেমিমা রড্রিগেজ, মেগ ল্যানিং (অধিনায়ক), মারিজ্যান কাপ, লউরা হ্যারিস, তানিয়া ভাটিয়া (উইকেটকিপার), অরুন্ধুতি রেড্ডি, শিখা পাণ্ডে, রাধা যাদব, পুণম যাদব।
পিচ রিপোর্ট: মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হবে আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। পিচে ব্যাটারদের জন্য সাহায্য থাকবে। তবে স্পিনাররাও খানিক সাহায্য আশা করতে পারেন। এর আগে মেয়েদের যে ১০টি টি-২০ ম্যাচ এই মাঠে হয়েছে সেখানে ৫টি ম্যাচে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে। ৫ ম্যাচে জয় এসেছে রান তাড়া করে। প্রথম ইনিংসের গড় স্কোর থাকে ১৬৫। দ্বিতীয় ইনিংসে তা কমে দাঁড়ায় ১৪৯-তে। দুপুরে ম্যাচ হওয়ায় শিশিরের বড় ফ্যাক্টর হয়ে ওঠার সম্ভাবনা কম।
আরও পড়ুনঃ শরীরে নেই সুতো টুকুও, নেট দুনিয়ায় ঝড় তুললেন 'বিশ্বকাপের প্রেমিকা' ইভানার ফটোশুট
কোথায় দেখবেন ম্যাচ: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপে।