দ্বিতীয় ম্যাচেও টস ভাগ্য সাথ দিল মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কউরের। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মন্ধনা। প্রথম ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হারতে হয়েছিল আরসিবিকে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে বড় রান করাই লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। অপরদিকে টস হারলেও, আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স। রাতের খেলায় শিশির সমস্যার সুবিধা নিয়ে টানা দ্বিতীয় জয় চাইছে হরমনপ্রীত কউরের দল।
advertisement
মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ। এখানকার পিচ ব্যাটারদের জন্য খুবই সহায়ক। তবে স্পিনাররা কিছুটা সুবিধা পেতে পারে। আরও একটি হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। শিশির সমস্যা থাকলেও প্রথম দুটি রাতের ম্যাচে তা একটা খুব একটা প্রভাব ফেলেনি। ফলে হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: হেইলি ম্যাথিউজ, যস্তিকা ভাটিয়া, ন্যাট স্কিভার ব্রান্ট, হরমনপ্রীত কউর (অধিনায়ক), এমিলয়া কের, পুজা বস্ত্রকর, ইসাবেল ওঙ্গ, হুমারিয়া কাজি, আমানজ্যোত কউর, জিনতিমানি কালিতা, সাইকা ঈশাক।
আরসিবির একাদশ: স্মৃতি মিন্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, হেদার নাইট, রিচা ঘোষ (উইকেটকিপার), দিশা কাশাত, কণিকা আহুজা, শ্রেয়ঙ্কা পাটিল, প্রীতি বোস, মেগান স্কাট, রেণুকা সিং ঠাকুর।