উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। প্রথম ম্যাচেই জয় দিয়ে শুরু করতে মরিয়া হরমনপ্রীত কউরের দল। হরমনপ্রীতের পাশাপাশি দলে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট, ফাস্ট বোলার ইসি ওয়াং, নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের, দক্ষিণ আফ্রিকার টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট ক্লো ট্রায়ন, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হেইলি ম্যাথিউস এবং অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার হেদার গ্রাহাম রয়েছেন। ব্যাটিং-বোলিং সব বিভাগেই শক্তিশালী এমআই মহিলা দল।
advertisement
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ: ন্যাট স্কিভার ব্রান্ট, এমিলয়া কের, যস্তিকা ভাটিয়া, হেইলি ম্যাথিউজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), ধারা গুজ্জর, আমানজ্যোত কউর, পূজা বস্ত্রকর, সোনম যাদব, ইসাবেল ওঙ্গ, সাইকা ঈশাক।
অপরদিকে, লড়াউ দিতে ও জয় দিয়ে মরসুম শুরু করতে বদ্ধপরিকর গুজরাট জায়ান্টসও। শক্তিশালী দল গড়েছে গুজরাটও। একটিদিকে অধিনায়ক হিসেবে যেমন অস্ট্রেলিয়ার তারকা উইকেট রক্ষক ব্যাটার বেথ মুনি রয়েছেন, তাছাড়াও ভারতীয় তারকাদের মধ্যে রয়েছেন হারলিন দেওল, স্নেহ রানা, অভিজ্ঞ সুষমা ভার্মা। পাশাপাশি বিদেশীা তারকাদের মধ্যে রয়েছে অ্যাশলে গার্ডনার, জর্জিয়া ওয়ারহ্যাম,সোফিয়া ডাঙ্কলির মতো বিদেশি তারকা রয়েছেন দলে।
গুজরাট জায়ান্টসের সম্ভাব্য একাদশ: বেথ মুনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বিনেনি মেঘনা, সোফিয়া ডাঙ্কলে, অ্যাশলে গার্ডনার, হারলিন দেওল, অশ্বনী কুমারী, স্নেহ রানা, হার্লি গালা, জর্জিয়া ওয়ারহাম, মানসী জোশি, মনিকা প্যাটেল।
আরও পড়ুনঃ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি উঠতে পারবে ভারত, অজিদের বিরুদ্ধে তৃতীয় টেস্ট হারের পর কী বলছে অঙ্ক
পিচ রিপোর্ট: মুম্বইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামের পিচ ব্যাটারদের সহায়ক হয়ে থাকে। এখানে স্পিনারদের থেকে পেসাররা একটি বাড়তি সুবিধা পায়। এই মাঠে শেষ পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসের গড় স্কোর ১৮৬ রান। তবে টস খুব একটা ফ্যাক্টর হবে না ম্যাচে। হাড্ডাহাড্ডি ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি।