ফাইনালের ম্যাচে প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়া যায় দিল্লি ক্যাপিটালস। ভাগ্যও এদিন একেবারেই সাথ দেয়নি দিল্লির। উল্টে ফাইনালে প্রথম ইনিংসে মুম্বই বোলাররা যাই করেছে তাই সঠিক হয়েছে। তার জ্বলজ্যান্ত উদাহরণ হল ইজি ওঙ্গের তিনটি ফুলটস ফুলটস দিল্লির তিন তারকা ক্রিকেটারের সাজঘরে ফেরত চলে যাওয়া। যে বল সবথেকে বেশি স্কোরিং শট নেওয়া যায় সেই ফুলটস বলই এদিন জোর ধাক্কা দেয় দিল্লিকে। প্লে অফে হ্যাটট্রিকের পর এদিন তিনটি ফুলটসে উইকেট তুলে নেন শেফালি বর্মা, অ্যালাই, ক্যাপসে ও জেমাইমা রড্রিগেজ।
advertisement
আরও পড়ুনঃ Lionel Messi: ভাইরাল লিওনেল মেসির 'চিঠি', কাকে লিখলেন 'মনের কথা'
একদিক থেকে যখন একের পর এক উইকেট হারাচ্ছিল দিল্লি। তখন অপরদিকে, একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন দিল্লির অধিনায়ক মেগ ল্যানিং। তাকে কিছুটা সঙ্গ দেওয়ার চেষ্টা করেন মারিজ্যান কাপ। দুজন মিলে ৩৮ রানের পার্টনারশিপ করেন। ১৮ রান করেন কাপ। এই জুটি ভাঙতেই সাজঘরে ফেরেন মেগ ল্যানিংও। ৩৫ রান করেন তিনি। হেইলি ম্যাথিউজের স্পিনের ভেলকিতে ৭৯ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল দিল্লি। শেষ উইকেট দিল্লি মান বাঁচান শিখা পাণ্ডে ও রাধা যাদব। দুজন মিলে ঝড়ো ব্যাটিং করেন। একের পর এক মারকাটারি শট খেলে ৫২ রানের পার্টনারশিপ করেন। ১৭ বলে ২৭ রান করে শিখা পাণ্ডে ও ১২ বলে ২৭ রান করে রাধা যাদব অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩১ রান করল দিল্লি ক্যাপিটালস।