এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। খুব ভালো ব্যাটিং পারফরম্যান্স হয়নি ইউপির। দুরন্ত ফর্মে থাকা তাহিলা ম্যাকগ্রার ৫৮ রানের ইনিংস ও অধিনায়ক অ্যালিসা হেলর ৩৬ রানের ইনিংস ছাড়া কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। শ্বেতা শেরাওয়তের ১৯ ও সিমরান শেইখের ১১ রান বাদে কোনও ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করে ইউপিওয়ারিয়র্স। দিল্লির হয়ে সর্বোচ্চ ৩ট উইকেট নেন অ্যালাইস ক্যাপসে।
advertisement
রান তাড়া করতে নেমে ঝড়ো শুরু করেন দিল্লি ক্যাপিটালসের দুই ওপেনার অধিনায়ক মেগ ল্যানিং ও শেফালি বর্মা। একের পর এক মারকাটারি শট খেলে ৪ ওভারের মধ্যে ৫০ রানের পার্টনারশিপ পূরণ করেন। কিন্তু এরপর ৭০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে দিল্লি। মেগ ল্যানিং ৩৯ ও শেফালি বর্মা ২১ রান করে সাজঘরে ফেরেন। এদিন রান পাননি জেমাইমা রড্রিগেজ। তিনি ৩ রান করে আউট হব। পরপর ৩টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল দিল্লি।
আরও পড়ুনঃ Viral News: গোলকিপারের স্ত্রী-র সঙ্গে মিলন স্ট্রাইকারের! হাতেনাতে পড়েছিলেন ধরা, তারপর কী হয়েছিল
এরপর দলের ইনিংসের রাশ ধরেন মেরিজ্যান কাপ ও অ্যালাইস ক্যাপসে। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাট করে দলকে জয়ের দোরগোরায় নিয়ে যান। অর্ধশতরানের পার্টনারশিপ করেন। ১৩০ রানে চতুর্থ উইকেট পড়ে। ৩৪ রান করে আউট হন ক্যাপসে। এরপর ক্রিজে এসে খাতা না খুলেই রান আউট হন জেস জনাসেন। তবে তাতে কোনও সমস্যা হয়নি। মেরিজ্যান কাপ ১৩ বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন। ২৬ মার্চ ফাইনালে মুম্বই ও ইউপির মধ্যে প্লে অফে জয়ীর মুখোমুখি হবে দিল্লি।