এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গুজরাট জায়ান্টসের। ৪ রানে প্রথম উইকেট পড়ে। ব্যাক্তিগত ৪ রান করে মারিজেন কাপের বলে আউট হব সোফিয়া ডাঙ্কলে। এরপর গুজরাটের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান লওরা উলভার্ট ও হারলিন দেওল। দুজন মিলে ঠান্ডা মাথায় ব্যাট করেন। একটু ধীর গতিতে হলেও দ্বিতীয় উইকেটে ৪৭ রানের পার্টনারশিপ করেন। বেশ কয়েকটি অনবদ্য শট খলেন দুজন। ৫৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে গুজরাটের। ৩১ রান করে জেস জনাসনের বলে আউট হন হারলিন দেওল।
advertisement
এরপর জায়ান্টসের ইনিংসের রাশ ধরেন লওরা উলভার্ট ও অ্যাশলে গার্ডনার। দুই তারকা ব্যাটার মিলে রনের গতিবেগও বাড়ান। নিজের অর্ধশতরান পূরণ করেন লওরা। অপরদিকে মারকাটারি ব্যাটিং করেন জনাসেন। অর্ধশতরানের পার্টনারশিপও পূরণ করেন দুজনে। জুটিতে ৮১ রান যোগ করার পর আউট হন লওরা। ৫৭ রান করেন তিনি। ১৩৪ রানে তৃতীয় উইকেট পড়ে। অপরদিকে নিজের ইনিংস চালিয়ে যান গার্ডনার। অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ বলে ব্যক্তিগত ১ রানে আউট হন দয়ালান হেমলতা। ৫১ রানে অপরাজিত থাকেন গার্ডনার। দিল্লির টার্গেট ১৪৮ রান।