ছেলে বেলা: ঋষিতার জন্ম ২০০৪ সালের ৩০ জানুয়ারি। মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ছোট বেলা থেকেই খেলাধুলোর প্রতি ভালোবাসা ছিল। ক্রিকেটকে একটু বেশিই ভালোবেসে ফেলেন ঋষিতা। বাবা নীলাদ্রি বসু ব্যবসায়ী এবং মা মালবিকা বসু হাউস ওয়াইফ। ছোটবেলা থেকেই ঋষিতা পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতেন। ২০১৬ সালে লক্ষ্মীরতন শুক্লার স্পোর্টস একাডেমিতে ভর্তি হয়ে যান। সেখান থেকেই ক্রিকেটকে নিজের নেশা ও পেশা করার সিদ্ধান্ত নেন ঋষিতা।
advertisement
আরও পড়ুনঃ 'ভাই-বোনের' ১১ বছরের প্রেম, বাড়িতেই চলত সঙ্গম, গর্ভবতী হওয়ার পর কী করেছিলেন এই রেসার
ক্রিকেট কেরিয়ার: সম্প্রতি একটি ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় নজরে পড়েন ঋষিতা বসু। ঋষিতা স্বাভাবিক অ্যাথলিট। শরীর ছুড়ে ডাইভ মারতে পারেন। উইকেট রক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনি তার আদর্শ। মাহির মত দ্রুত গ্লাভ ওয়ার্ক শিখতে চান। ধোনির মত মারকাটারি ব্যাটিংও করতে পছন্দ করেন। অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে মাত্র ৪টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। মহিলা আইপিএল নিলামে দল পাওয়ার অপেক্ষায় ঋষিতা।
