TRENDING:

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে "বাউন্সি" পিচ নিয়ে বিরাটদের অপেক্ষায় সাউদাম্পটন

Last Updated:

নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল। ফলে আইসিসির তদারকিতে তৈরি হচ্ছে সাউদাম্পটনের উইকেট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৪৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আয়োজন হচ্ছে। কয়েকদিন পরেই টেস্টের বিশ্বের সেরার সেরা দল পাওয়া যাবে। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জন্য বেছে নেওয়া হয়েছে ইংল্যান্ডের সাউদাম্পটনকে। ঐতিহাসিক ম্যাচের পিচ তৈরির দায়িত্ব আপ্লুত এজেস বোলের পিচ কিউরেটর সাইমন লি। গর্বের চোরাস্রোতে সাইমনের গলাতে। দায়িত্বের মর্যাদা রাখতে বদ্ধপরিকর লি।ইংল্যান্ডের আবহাওয়া মানেই মেঘ রোদ্দুরের অদ্ভুত খেলা। প্রত্যেকদিনের আবহাওয়ার অদ্ভুত ভোলবদল। এই মুহূর্তে রোদ ঝলমল আকাশ আর খানিক পরেই মেঘের আনাগোনা, বৃষ্টি। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ইংল্যান্ডের মাঠে বদলে যায় ২২ গজে ব্যাট-বলের টক্করের আবহ। শুক্রবার থেকে এরকমই আবহাওয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হচ্ছে। আবহাওয়া এই পরিস্থিতির মধ্যেই ফাইনালে নামছে টিম বিরাট। ভারতীয় দলের এই চ্যালেঞ্জটা আরো কঠিন করে দিতে চলেছে সাউদাম্পটনের মাঠের উইকেট।
advertisement

নিরপেক্ষ ভেন্যুতে ফাইনাল। ফলে আইসিসির তদারকিতে তৈরি হচ্ছে সাউদাম্পটনের উইকেট। তবে বাউন্স, স্পিড আর সুইং এর ককটেলে "আগুনে" পিচের পূর্বাভাস মিলেছে ইতিমধ্যে। পিচ নিয়ে আগামী ইঙ্গিত দিলেন এজেস বোলের প্রধান পিচ প্রস্তুতকারক সাইমন লি। তিনি জানান, "নিরপেক্ষ কেন্দ্র হিসেবে প্রস্তুতির দায়িত্ব ফলে চাপ একটু কম। আমরা দুই দলের কথা মাথায় রেখেই পিচ প্রস্তুত করছি। ফাইনাল খেলা দুটি দলই যাতে সমান সুবিধা পায় সেই কথা মাথায় রাখা হয়েছে পিচ তৈরির সময়। গতি, বাউন্স থাকবে। বল ক্যারি করবে। ব্যাটসম্যানদের কাছে দ্রুত বল পৌঁছাবে। ফলে পেসাররা যেমন সুবিধা পাবে তেমনই ব্যাটসম্যানরা ধৈর্য দেখাতে পারলে রান করা সম্ভব।"

advertisement

পিচ নিয়ে বিস্তারিত বলতে গিয়ে লি বলেন, "মাথাব্যথা বলতে ইংল্যান্ডের খামখেয়ালি আবহাওয়া।  যেকোনো মুহূর্তে আবহাওয়া বদলে যেতে পারে। তবে এখনো পর্যন্ত বৃষ্টির কোন পূর্বাভাস নেই। রোদ ঝলমলে আকাশ থাকার কথা। ফলে পিচ তরতাজা থাকবে। অযথা অতিরিক্ত রোলিংয়ের পথে হাঁটবো না। কারণ এর ফলে উইকেট ভেঙে যেতে পারে।"

ৱপেস সহায়ক উইকেট থাকলে কিছুটা হলেও অ্যাডভান্টেজ নিউজিল্যান্ডের। কিউইরা এই ধরনের পিঠে খেলে অভ্যস্ত। তবে নিউজিল্যান্ড শিবির কোনভাবেই উইকেটকে অ্যাডভান্টেজ হিসেবে ধরছেনা। বিরাট কোহলির ব্রিগেডকে যথেষ্ট গুরুত্বসহকারে দেখছেন উইলিয়ামসনরা। ভারতের বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী মেনে নিচ্ছে নিউজিল্যান্ড। বিশ্বের সমস্ত পরিস্থিতি রান করার মতো ব্যাটসম্যান ভারতীয় দলে রয়েছে। তাই কিউই শিবির ফাইনালের আগে নিজেদের এগিয়ে রাখতে নারাজ। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে বিলেতে মাটিতে ১৯৯৯ সালের পর টেস্ট সিরিজ জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাবে কিউইদের এটা বলা বাহুল্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ERON ROY BURMAN

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে "বাউন্সি" পিচ নিয়ে বিরাটদের অপেক্ষায় সাউদাম্পটন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল