শুক্রবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পা রাখেন রিচা ঘোষ। নামার পর থেকেই শুরু হয়ে যায় সংবর্ধনার পর্ব। গোটা শিলিগুড়ি জুড়ে উৎসবের আমেজ। অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন স্বয়ং মেয়র গৌতম দেব।পুরসভার তরফ থেকেও সাজানো হয় গোটা শিলিগুড়ি শহর। লাল গালিচায় পা রেখে, জাতীয় পতাকায় মোড়া হুডখোলা গাড়িতে চেপে, চেনা শহরবাসীর ভালোবাসায় ভেসে ঘরে ফিরলেন রিচা।
advertisement
গোটা যাত্রাপথে রিচাকে দেখার জন্য অপেক্ষা ছিল তার ফ্যানেরা। মাঝে মাঝে গাড়ি থামাতেও হয়। বিভিন্ন ক্লাব, সংগঠন, স্থানীয় বাসিন্দারা ভালোবাসায় ভরিয়ে দেন ঘরের মেয়েকে। রিচার বাড়ি সুভাষপল্লি থেকে বাঘাযতীন পার্কের দূরত্ব প্রায় ২০০ মিটার। এই রাস্তা জু়ড়ে লাল গালিচা পাতা হয়েছে। স্থানীয় মহিলা ক্রিকেটারদের গার্ড অফ অনার দেয় রিচা ঘোষকে।
আরও পড়ুনঃ হাসিনের করা মামলায় আরও চাপ বাড়ল শামির উপর! বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
মেয়ে বিশ্বজয় করে ঘরে ফিরছে, মা মেয়ের প্রিয় বিশেষ খাবার রান্না করবেন না, তা আবার হয় নাকি। মেয়ের জন্য ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনি বানিয়েছেন মা। সঙ্গে রয়েছে বিশেষ মিষ্টিও। শুধু শিলিগুড়িতেই নয়, শনিবার কলকাতায় রাজ্য সরকারের তরফ থেকেও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
