টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর, ভারতীয় ক্রিকেট দলের খেতাব দখলের স্বপ্নে বুঁদ ছিল৷ টিম ইন্ডিয়ার হারের পরে, ভারতীয় বংশোদ্ভূত ভিনি রমন, যিনি অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে তাঁর বিয়ে হয়৷ আর ভারত অস্ট্রেলিয়া কাছে হারার পরেই ফের তাঁকে টার্গেট করা শুরু হয়৷ অস্ট্রেলিা বিশ্বসেরা হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতের মেয়েকে নানা বিদ্বেষমূলক বার্তা পাঠানো হচ্ছে। নেটদুনিয়ায় যা খুশি লেখা হচ্ছে ভিনি রমনকে?
advertisement
গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি, ভারতীয় বংশোদ্ভূত। তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে জন্মে সেখানেই পড়াশোনা করেন। তিনি অস্ট্রেলিয়ায় বড় হয়েছেন কিন্তু তাঁর শিকড় ভারতের সঙ্গে যুক্ত। তাই ভিনি রমন ভারতের মেয়ে এবং অস্ট্রেলিয়ার পুত্রবধূ৷ আর এটাই ভারত বিশ্বকাপে হেরে যাওয়ার পর মোটেই সহ্য হচ্ছে না ভারতীয় কিছু ক্রিকেটফ্যানের৷
ভিনি রমন এই বিদ্বেষমূলক পোস্টগুলি আর সহ্য না করতে পেরে ইনস্টাগ্রামে গল্পটি শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন, ‘‘যে সমস্ত লোকেরা নেগেটিভ মেসেজ পাঠাচ্ছে, তাঁরা একটু সাবধানে থাকুন।’’
আমার বিশ্বাস করা কঠিন যে এই ধরনের কথা বলা দরকার। আপনি একজন ভারতীয় হতে পারেন এবং এখনও সেই দেশটিকে সমর্থন করতে পারেন যেখানে আপনি জন্মগ্রহণ করেছিলেন, যেখানে আপনি বড় হয়েছেন এবং আরও গুরুত্বপূর্ণ, যে দেশের জন্য আপনার স্বামী এবং সন্তানের বাবা খেলেন।একটু বিশ্রাম নিন এবং আপনার মধ্যে পূর্ণ এই ঘৃণাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে ব্যবহার করুন।