TRENDING:

World Cup 2023: বিশ্বকাপের মাঝে চরম বিতর্কিত মন্তব্য আখতারের! সচিনকে নিয়ে বললেন বড় কথা

Last Updated:

World Cup 2023: বিশ্বকাপের মাঝেই ফের একবার শিরোনামে চলে এলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। আধুনিক ক্রিকেটকে প্রতারণা বলার পাশাপাশি বর্তমান ব্যাটারদের যোগ্যতা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিশ্বকাপে শেষ পর্বে চলে এসেছে গ্রুপের খেলা। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে নকআউট পর্বের ম্যাচ। শেষ ল্যাপে এসে জমে উঠেছে একদিনের ক্রিকেটের বিশ্বযুদ্ধ। কিন্তু বিশ্বকাপের মাঝেই ফের একবার শিরোনামে চলে এলেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। আধুনিক ক্রিকেটকে প্রতারণা বলার পাশাপাশি বর্তমান ব্যাটারদের যোগ্যতা নিয়েও কার্যত প্রশ্ন তুলে দিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
শোয়েব আখতার
শোয়েব আখতার
advertisement

এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন শোয়েব আখরতার। বর্তমান যুগের ব্যাটাররা যদি শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, সাকলাইন মুস্তাকদের বিরুদ্ধে খেলতে হতে তাহলে তাদের আসল পরীক্ষা হত, তাদের আদতে কতটা যোগ্যতা রয়েছে তা বোঝা যেত বলে মন্তব্য করেন শোয়েব আখতার।

এছাড়াও শোয়েব আখতার বলেন,”এখনকার ক্রিকেটে তো প্রতারণা চলছে। তিন দিনে দুটো নতুন বল নেওয়া হয়। আগে হালকা বলে খেলা হত। তখন ৬ জন ফিল্ডার সব সময় ৩০ গজ বৃত্তের বাইরে থাকত। তার পরেও সচিনেরা শতরান করত। এখনকার ক্রিকেটারেরা করে দেখাক তো দেখি। এর জন্যই আমি সচিন তেন্ডুলকর, ইনজামাম উল হক, জ্যাক ক্যালিসদের সম্মান করি।”

advertisement

এছাড়া নতুন যুগের ক্রিকেটারদের উদ্দেশ্যে শোয়েব বলেন,”এটা কী ধরনের ক্রিকেট, ভাই? আমি বলছি না যে আজকের ক্রিকেটাররা খারাপ খেলছে। হ্যাঁ, তারা ভালো খেলছে, অর্থ উপার্জন করছে, তাদের ফ্যান ফলোয়িং বাড়ছে। আমি সেই ধরনের মানুষ নই। যিনি কারও সাফল্যে ঈর্ষান্বিত হন। তবে আমি বলবষ সেই যুগের বোলারদরে মত আক্রমণের বিরুদ্ধে আগে খেল। তাহলেই যোগ্য সম্মান পাবে।”

advertisement

আরও পড়ুনঃ World Cup 2023: শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়া অভিশাপ হতে পারে ভারতের! কিন্তু কারণটা কী

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শোয়েব আখতারের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগেনি। তৈরি হয়েছে বিতর্কও। এ যুগ বনাম সে যুগের নিয়ে যে মন্তব্য করেছেন শোয়েব, তাতে নেটিজেনরাও ২ ভাগে বিভক্ত হয়েছে। ফলে বিশ্বকাপের মাঝে শোয়েবের এই মন্তব্য হাওয়া আরও গরম করল সে কথা বলাই যায়।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023: বিশ্বকাপের মাঝে চরম বিতর্কিত মন্তব্য আখতারের! সচিনকে নিয়ে বললেন বড় কথা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল