TRENDING:

Ind vs Pak: ‘ভারতীয় ক্রিকেটাররা মাংস খেয়ে পারফরম্যান্স শুধরেছেন’’ এ কেমন আজব বয়ান আফ্রিদির

Last Updated:

Ind vs Pak: প্রাক্তন পাক তারকা ভারতীয় দলের পারফরম্যান্সের উন্নতিতে এমএস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুরুত্বও তুলে ধরেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
: টিম ইন্ডিয়া এখন ওয়ান ডে দুনিয়ার এক নম্বর ক্রিকেট দল৷ এশিয়া কাপে দারুণ পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল৷ রোহিত শর্মার অধিনায়কত্বে দুরন্ত পারফরম্যান্স দিচ্ছেন ক্রিকেটাররা৷ এশিয়া কাপ জয়ের পর এবার ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপেও ভাল কিছু করে দেখাতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কঠিন সিচুয়েশন থেকে ম্যাচ বার করে দারুণ জয় হাশিল করেছেন ভারতীয় ক্রিকেটাররা৷
 অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কঠিন সিচুয়েশন থেকে ম্যাচ বার করে দারুণ জয় হাশিল করেছেন ভারতীয় ক্রিকেটাররা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে কঠিন সিচুয়েশন থেকে ম্যাচ বার করে দারুণ জয় হাশিল করেছেন ভারতীয় ক্রিকেটাররা
advertisement

অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারানোর পর ভারতের পরের প্রতিপক্ষ আফগানিস্তান৷ বুধবার আফগান ক্রিকেটারদের সঙ্গে লড়াইয়ের পর শনিবার ভারতের সামনে  মেগা ম্যাচ৷ শনিবারে আহমেদাবাদে মুখোমুখি ভারত ও পাকিস্তান৷

আরও পড়ুন –  World Cup Astrology: কাশীর জ্যোতিষাচার্য্যের মোক্ষম হিসেব, মঙ্গল যার ভাগ্যে উদয়, সেই চ্যাম্পিয়ন

এদিকে এই অবস্থায় প্রাক্তন পাক ক্রিকেটার এবং অধিনায়ক শাহিদ আফ্রিদি এক মহা বিতর্কিত বয়ান দিয়েছেন৷ নিজের ব্যক্তিগত অভিমতে দাবি মাংস খাওয়ার কারণে ভারতীয় দলের পারফরম্যান্সে বদল এসেছে৷ তাঁর মতে  মাংস খাওয়ার কারণে বোলারদের পারফরম্যান্স শুধরে গেছে৷ গচ টুর্নামেন্টে এশিয়া কাপের ফাইনালে মহম্মদ সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন৷ শুধু এইটুকুই নয় এক ওভারেই চার উইকেট নিয়েছিলেন সিরাজ৷

advertisement

জিও নিউজের খবর অনুযায়ি, স্থানীয় একটি স্পোর্টস শোতে শহিদ আফ্রিদি বলেছেন, ‘‘ভারতীয় বোলাররা এখন মাংস খেতে শুরু করেছে। এ কারণে তাঁদের শক্তি বেড়েছে।’’ তিনি  আরও বলেন,  ‘‘আমরা যদি গত কয়েক বছরের দিকে তাকাই, ভারতে দুর্দান্ত ফাস্ট বোলারের জন্ম হয়নি, তবে এখন এই প্রবণতা পরিবর্তন হচ্ছে। ভারতের কাছে এখন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের মতো সেরা বোলার রয়েছে।’’ এদিকে এর পাশাপাশি প্রাক্তন পাক তারকা ভারতীয় দলের পারফরম্যান্সের উন্নতিতে এমএস ধোনি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের গুরুত্বও তুলে ধরেন।

advertisement

ভারতের এখন ২টি দল

শাহিদ আফ্রিদি বলেন, ‘‘এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর অধিনায়কত্বের সময় দলে অনেক পরিবর্তন করেছিলেন। তারপর এমএস ধোনি যেভাবে সব সিনিয়রদের সঙ্গে রেখেছেন তা প্রশংসনীয়। বিসিসিআইও অনেক সঠিক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে আইপিএলের মতো টুর্নামেন্টের আয়োজনও রয়েছে। এখানে দেশি ক্রিকেটাররা আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পান।’’

advertisement

তিনি আরও বলেলন যে ‘‘বিসিসিআই রাহুল দ্রাবিড়ের মতো কিংবদন্তি খেলোয়াড়কে পুরো ঘরোয়া ক্রিকেটের দায়িত্ব দিয়েছে। ভারতীয় বোর্ড জানে কীভাবে ক্রিকেটারদের প্রস্তুত করতে হয়। তিনি কঠোর পরিশ্রম করেছেন, তাই এখন ভারত ২ টি দল তৈরি করছে।’’  টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার  আগে এনসিএ-র দায়িত্ব নিয়েছিলেন। এই মুহূর্তে এনসিএ-র দেখভাল করছেন প্রাক্তন অভিজ্ঞ ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

২০১১ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অধিনায়ক ছিলেন শহিদ আফ্রিদি। সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। এরপরে, এমএস ধোনির নেতৃত্বে, টিম ইন্ডিয়া ২৮ বছরের খরা কাটিয়ে  ওডিআই বিশ্বকাপ জিতেছিল। ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২৩-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচ৷ এখনও পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে পাকিস্তান কখনও ভারতকে হারাতে পারেনি।

বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Pak: ‘ভারতীয় ক্রিকেটাররা মাংস খেয়ে পারফরম্যান্স শুধরেছেন’’ এ কেমন আজব বয়ান আফ্রিদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল