বেঙ্গালুরুতে গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও যেভাবে বিশ্বকাপে বড় দলগুলিকে দুরমুশ করেছে মেন ইন ব্লু-রা, শেষ ম্যাচেও ঠিক একই পাফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেমিফাইনালের আগে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও হাল্কাভাবে নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
তবে শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। সেমিফাইনালের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে কিনা, তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে কিনা সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে উইনিং কম্বিনেশন নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারাজ ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক।
advertisement
এক ঝলকে দেখে নিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।
প্রসঙ্গত, বর্তমানে লিগ টেবিলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। গ্রুপের শেষ ম্যাচ জিতলে ১৮ হবে। সেমিফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষও ঠিক হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।