TRENDING:

World Cup 2023 India vs Netherlands: ডাচদের বিরুদ্ধে খেলবে রিজার্ভ বেঞ্চ? দলে একাধিক পরিবর্তন! রইল ভারতের সম্ভাব্য একাদশ

Last Updated:

World Cup 2023 India vs Netherlands: ব্যাটে-বলে একশো শতাংশ সেরা পারফরম্যান্স দিয়ে টানা আট ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের লক্ষ্য ৯-এ ৯।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বিশ্বকাপের শুরু থেকে যে স্বপ্নের ফর্মে খেলা শুরু করেছিল ভারতীয় দল, তা লিগ পর্বের শেষে এসেও এতটুকু এদিক-ওদিক হয়নি। ব্যাটে-বলে একশো শতাংশ সেরা পারফরম্যান্স দিয়ে টানা আট ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছে টিম ইন্ডিয়া। রবিবার গ্রুপের শেষ ম্যাচে ভারতের লক্ষ্য ৯-এ ৯।
ডাচদের বিরুদ্ধে খেলবে রিজার্ভ বেঞ্চ? ভারতীয় দলে একাধিক পরিবর্তন!
ডাচদের বিরুদ্ধে খেলবে রিজার্ভ বেঞ্চ? ভারতীয় দলে একাধিক পরিবর্তন!
advertisement

বেঙ্গালুরুতে গ্রুপের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হলেও যেভাবে বিশ্বকাপে বড় দলগুলিকে দুরমুশ করেছে মেন ইন ব্লু-রা, শেষ ম্যাচেও ঠিক একই পাফরম্যান্স ধরে রাখাই লক্ষ্য টিম ইন্ডিয়ার। সেমিফাইনালের আগে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও হাল্কাভাবে নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

তবে শেষ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে একটা জল্পনা রয়েই গিয়েছে। সেমিফাইনালের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেওয়া হবে কিনা, তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে কিনা সেটাই দেখার। তবে এখনও পর্যন্ত যা খবর তাতে উইনিং কম্বিনেশন নিয়ে খুব একটা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে নারাজ ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক।

advertisement

এক ঝলকে দেখে নিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: শুবমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ।

আরও পড়ুনঃ Which Country Will Win World Cup 2023: ১৯ তারিখ বিশ্বকাপ উঠবে কার হাতে, বিখ্যাত জ্যোতিষীর বড় ভবিষ্যদ্বাণী, ২০১১ সালে মিলেছিল তাঁর গণনা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, বর্তমানে লিগ টেবিলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে ভারতীয় দল। গ্রুপের শেষ ম্যাচ জিতলে ১৮ হবে। সেমিফাইনালে ভারতীয় দলের প্রতিপক্ষও ঠিক হয়ে গিয়েছে। আগামী ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া।

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023 India vs Netherlands: ডাচদের বিরুদ্ধে খেলবে রিজার্ভ বেঞ্চ? দলে একাধিক পরিবর্তন! রইল ভারতের সম্ভাব্য একাদশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল