TRENDING:

World Cup 2023 বিশ্বকাপের ক্রীড়াসূচি সামনে, ভারতের প্রথম প্রতিপক্ষ কারা

Last Updated:

FIH Junior Hockey World Cup: গ্রুপ পর্বে ভারতীয় দল ৭ ডিসেম্বর স্পেন এবং ৯ ডিসেম্বর কানাডার মুখোমুখি হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই বছরে ভারতের যেমন ক্রিকেট বিশ্বকাপ রয়েছে ঠিক তেমনিই আরও একটি বিশ্বকাপও রয়েছে৷  ভারত ৫ ডিসেম্বর ২০২৩ FIH পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপের প্রথম দিনে গ্রুপ সি-তে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে। বুকিত জলিলের ন্যাশানাল হকি স্টেডিয়ামে ৫ থেকে ১৬ ডিসেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
ভারত খেলা শুরু করবে কোরিয়ার বিরুদ্ধে
ভারত খেলা শুরু করবে কোরিয়ার বিরুদ্ধে
advertisement

২০২১ সালে ভুবনেশ্বরে আয়োজিত হয়েছিল শেষ বিশ্বকাপ সেখানে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারতীয় দল৷  এবারের ভারতীয় দল গ্রুপ পর্বে তুলনামূলক সহজ ড্র ​​পেয়েছে।  প্রকাশিত ড্র অনুসারে, গ্রুপ সি-তে ভারত ও দক্ষিণ কোরিয়া ছাড়াও স্পেন এবং কানাডা রয়েছে৷

গ্রুপ পর্বে ভারতীয় দল ৭ ডিসেম্বর স্পেন এবং ৯ ডিসেম্বর কানাডার মুখোমুখি হবে। শনিবার পুত্রজায়ার মার্কিউর লিভিং হোটেলে একটি অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। খেতাব রক্ষার লড়াইতে নামা আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও চিলির সঙ্গে মালয়শিয়া গ্রুপ এ রয়েছে এবং বি গ্রুপে রয়েছে ৬ বারের চ্যাম্পিয়ন জার্মানি, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মিশর। ‘ডি’ গ্রুপে আছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

advertisement

ক্রীড়ার শীর্ষ সংস্থাটি একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে যে গ্রুপ ভাগ করা হয়েছে এফআইএইচ জুনিয়র বিশ্ব র‌্যাঙ্কিংয়ের উপর ভিত্তি করে, যেখানে সারা বিশ্বের সেরা ১৬ টি হকি শক্তিধর সেরা হওয়ার লক্ষ্যে লড়াই করবে৷

ভারতের উত্তম সিং টুর্নামেন্টে ভাল করার বিষয়ে আত্মবিশ্বাসী৷  তিনি বলেন, “সুলতান অফ জোহর কাপ এবং জুনিয়র এশিয়া কাপে জয়ের পর ভারতীয় দলের আত্মবিশ্বাস বেড়েছে। দলটি মালয়েশিয়ায় জুনিয়র বিশ্বকাপে শেষ তিনে শেষ করা নিশ্চিত করতে আত্মবিশ্বাসী।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ভারতীয় দল ২০০১ এবং ২০১৬ সালে জুনিয়র বিশ্বকাপ জয়ী হয়েছে। জার্মানি এবং আর্জেন্টিনার পরে ভারত হল তৃতীয় দল যারা ১৯৭৯ থেকে শুরু হওয়ার পর এই  টুর্নামেন্ট একাধিকবার জিতেছে।

বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2023 বিশ্বকাপের ক্রীড়াসূচি সামনে, ভারতের প্রথম প্রতিপক্ষ কারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল