যদিও এবার টুর্নামেন্ট শুরুর আগেই বড়সড় বিতর্কে জড়িয়ে গেল বিশ্বকাপের প্রথম ম্যাচ। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আয়োজক দেশ কাতার ম্যাচ ফিক্সিংয়ের করেছে।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে দেখা যাবে না একাধিক তারকাদের, মিস করবে ফুটবল প্রেমিরা
ফিফা বিশ্বকাপ ২০২২ শুরু হতে আর মাত্র একদিন বাকি। কিন্তু এই রিপোর্ট অনুযায়ী, কাতার ম্যাচ জেতার জন্য প্রতিপক্ষ দল ইকুয়েডর থেকে ফুটবলার কেনার চেষ্টা করেছে।
advertisement
ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বহা কাতারের দলের বিরুদ্ধে এসব অভিযোগ করেছেন। আর বিশ্বকাপ শুরুর আগে এমন মারাত্মক অভিযোগ বিতর্কের জন্ম দিয়েছে।
ব্রিটিশ মিডল ইস্ট সেন্টার ফর স্টাডিজ অ্যান্ড রিসার্চের আঞ্চলিক পরিচালক আমজাদ ত্বহার মতে, কাতার টুর্নামেন্টের প্রথম ম্যাচ জেতার জন্য আটজন ইকুয়েডরের খেলোয়াড়কে ৭.৪ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) ঘুষ দিয়েছে। আমজাদ আরও প্রকাশ করেছেন, কাতার এই ম্যাচটি ১-০ গোলে জিতবে এবং এই গোলটি ম্যাচের দ্বিতীয়ার্ধে হবে।
যদিও বিশ্বকাপে ম্যাচ ফিক্সিং বন্ধে এফবিআই-এর সাহায্য নিয়েছে ফিফা। স্পোর্টারডার বলছে, চলতি বছর এমন প্রায় ৬০০ ম্যাচ হয়েছে, যেখানে ফিক্সিংয়ের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে দেখা যাবে না একাধিক তারকাদের, মিস করবে ফুটবল প্রেমিরা
কাতারের আল খোর শহরের আল বায়েত স্টেডিয়ামে শুরু হবে ফিফা বিশ্বকাপ ২০২২। ফিফা বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্টের ৬৪টি ম্যাচ কাতারের ৮টি ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেগুলি হল - আল বায়েত স্টেডিয়াম, খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আল থুমামা স্টেডিয়াম, আহমেদ বিন আলি স্টেডিয়াম, লুসাইল স্টেডিয়াম, স্টেডিয়াম 974, এডুকেশন সিটি স্টেডিয়াম এবং আল জানুব স্টেডিয়াম। ফিফা বিশ্বকাপ ২০২২- এর ফাইনাল ম্যাচটি ১৮ ডিসেম্বর লুসাইলে অনুষ্ঠিত হবে।