তবে চারের স্লটের দৌড়ে যিনি সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি কেএল রাহুল ৷ এই স্লটে তাঁকে প্রতিযোগিতায় ফেলতে পারেন দীনেশ কার্তিক ও বিজয় শঙ্কর ৷ সম্প্রতি আইপিএলের পারফরম্যান্স নজরে রাখলে দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করকে অনেকটাই পিছনে ফেলে দিচ্ছেন রাহুল ৷ তবে টি-টোয়েন্টির আইপিএলের থেকে একদিনের ম্যাচ অনেকটাই আলাদা ৷ তাতেও অবশ্য বেশ ভালো কে এল রাহুল ৷
advertisement
তবে রাহুল ওপেনার হিসেবে বেশি স্বচ্ছন্দ ইনিংস খেলেছেন ৷ ইদানিংয়ের পারফরম্যান্স মাথায় রাখলে মিডল অর্ডারে বেশ কয়েকটি ফ্লপ শো রয়েছে ৷ তবে একটা সময়ে ছ মাস তিন নম্বরে কেএল রাহুলকে নামিয়ে চার নম্বরে নামানো হয়েছে বিরাট কোহলিকে ৷
আরও পড়ুন - World Cup 2019: আঙুলে চোট, বিশ্বকাপে এই ওপেনারের খেলার সম্ভবনা নিয়ে ঘোর অনিশ্চয়তা
অপশন অনেক রকম রয়েছে, এবার বিশ্বকাপের মঞ্চে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক কোন রণনীতিতে খেলবে সেটাই দেখার ৷
আরও দেখুন