এদিকে বিশ্বকাপের আগেই শহরে বিরাট মূর্তি। শিল্পী মিন্টু পালের হাতে তৈরি হল কাপ্তান কোহলির রেপ্লিকা। ইংল্যান্ডে ঝড় তুলতে প্রস্তুত কোহলি অ্যান্ড কোম্পানি। আর কলকাতা কাঁপাতে হাজির তাঁর লাইফ সাইজ স্ট্যাচু। বিশ্বকাপ দোরগোড়ায়। গোটা দেশের মত কলকাতার নজরও এখন ইংল্যান্ডে কোহলি অ্যান্ড কোম্পানির দিকে। তার মাঝেই কুমোরটুলিতে বিরাট মূর্তি। শিল্পী মিন্টু পালের হাতে তৈরি হয়েছে বিরাটের এই লাইফ সাইজ সংস্করণ।
advertisement
মাটির কাঠামো। সংরক্ষণের সুবিধার জন্য তার উপর ফাইবারের আস্তরণ। মেসি, নেইমারদের পর কোহলির রেপ্লিকা বানিয়ে ভালই লাগছে শিল্পীর। আসল কোহলিকে দেখার সুযোগ মেলেনি। তবে মিন্টু পালের ওয়ার্কশপে মূর্তির সঙ্গেই সেলফি তুলে নিলেন কেউ কেউ। শহরের মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে আগে থেকেই রয়েছে কাপ্তান কোহলির মোমের মূর্তি। তার পাশেই ইকো পার্কের এক ক্যাফেতে দেখা মিলবে ফাইবারের কোহলির। টেলিভিশন স্ক্রিনে যখন ব্যাটে উঠবে বিরাট ঝড়, ঠিক তখনই কলকাতা কাঁপাবেন জোড়া কোহলি।