২২ বছর বয়সী বাংলার ক্রিকেটার রিচা ঘোষ মাত্র ১০১০ বল খেলে এই মাইলফলকে পৌঁছন। বিশ্বে সবচেয়ে দ্রুত ১০০০ রান করা ব্যাটারের রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার-এর নামে। ২৮ বছর বয়সী এই অলরাউন্ডার মাত্র ৯১৭ বলে ১০০০ রান পূর্ণ করেন।
এর পর আছেন ইংল্যান্ডের নাট সিভার-ব্রান্ট, যিনি ৯৪৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন। রিচা ঘোষ বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশাখাপত্তনমের ডক্টর ওয়াই.এস. রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে ভারতের হয়ে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৭৭ বলে ৯৪ রান করেন।
advertisement
ক্রিজে থাকার সময় রিচা ১১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। সপ্তম উইকেটে তিনি অমনজোৎ কউরের (১৩ রান) সঙ্গে ৫১ রানের এবং অষ্টম উইকেটে স্নেহ রানা (২৪ বলে ৩৩ রান)-এর সঙ্গে ৮৮ রানের জুটি গড়েন।
রিচার ৯৪ রানের অসাধারণ ইনিংস তাঁকে মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) ম্যাচে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়তে সাহায্য করেছে। এর আগে এই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় ক্লোই ট্রায়নের দখলে, যিনি মেয়েদের ওয়ানডেতে ৮ নম্বর বা তার নিচে ব্যাট করে সর্বোচ্চ রান করেছিলেন।
আরও পড়ুন- ১৮ কোটি টাকার মদ বিক্রি! পুজোয় রেকর্ড বাংলার এই জেলার
২০২৫ সালের ৯ মে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার মহিলাদের ওয়ানডে ম্যাচে ক্লোই ট্রায়ন মাত্র ৫১ বল খেলে ৭৪ রান করেছিলেন।