শিলিগুড়ির সুভাষপল্লির মেয়ে রিচা। ছোটো থেকেই ক্রিকেটকে ভালবেসে ফেলা। বাঘাযতীন এথলেটিক্স ক্লাবে ক্রিকেটে হাতেখড়ি। জেলা, রাজ্যের গণ্ডি ছাড়িয়ে রিচা এখন জাতীয় দলে। স্বাভাবিকভাবেই রিচাকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে শিলিগুড়িবাসী। ভালো ফর্মেই রয়েছে রিচা। কাল ফাইনালে সুযোগ পেলেই বাইশ গজে দাপট দেখাবে শিলিগুড়ির রিচা। অপেক্ষার প্রহর গুনছে শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। আর তাই ফাইনালকে স্মরণীয় করে রাখতে কাল জায়েন্ট স্ক্রিনে দেখানো হবে মহিলাদের টি ২০ বিশ্বকাপের ফাইনাল। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে দেখানো হবে। শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের উদ্যোগে এই আয়োজন। দুপুর ১২টা থেকে বড় স্ক্রিনে দেখানো হবে হরমণপ্রীত, শেফালী ভার্মা, রিচাদের ম্যাচ।
advertisement
দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল। এখোনও বিশ্বকাপে অপরাজিত। গ্রুপ লিগের ম্যাচেও অজিদের হারিয়েছে। তাই কাল মেলবোর্নে শেষ হাসি হাসবে হরমণপ্রীতরা, আশাবাদী ভারতীয়রা। উৎসবের প্রস্তুতি যেন শুরু। রাত পোহালেই যে বিশ্ব সেরার লড়াই। রবিবাসরীয় ছুটির মেজাজে তাই মেলবোর্নেই নজর থাকবে শিলিগুড়ির। একদিন আগেই হোলিতে মেতে ওঠার প্রস্তুতি চলছে শহরজুড়ে। শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের সচিব অরূপ রতন ঘোষ জানান, রিচার খেলার দিকে তাকিয়ে। দুপুর থেকেই টিভির সামনে বসব। অন্যদিকে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স এসোসিয়েশনের সম্পাদক কৌশিক ঘোষ জানান, দুপুর ১২টা থেকে জায়েন্ট স্ক্রিনে ম্যাচ দেখানো হবে। আশাকরি শহরবাসী ভিড় জমাবেন। এর আগে বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল সহ বড় বড় আসরের ম্যাচ দেখানো হয়েছিল জায়েন্ট স্ক্রিনে। আর এবারে তো ঘরের মেয়ে নামবে ফাইনালের ২২ গজে। শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা জাতীয় দলে খেললেও বিশ্বকাপের ফাইনালে খেলেননি। রিচার সামনে এসছে সেই সুযোগ।
PARTHA PRATIM SARKAR