TRENDING:

শেষ ওভারে আউট হওয়ায় চিন্তা বেড়ে গিয়েছিল, কিন্তু রাধা দুর্দান্ত খেলল, ম্যাচের নায়ক রাধাই: হরমনপ্রীত

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জয়পুর: মহিলাদের প্রথম টি ২০ চ্যালেঞ্জ জিতে নিতে সফল সুপারনোভা ৷ এই টুর্নামেন্টকে মহিলাদের আইপিএল হিসেবেই ধরা হচ্ছে ৷ যেখানে ভারতের তারকা ক্রিকেটারদের পাশাপাশি অন্যান্য দেশের বিভিন্ন তারকারা অংশ নিয়েছিলেন ৷ প্রথম ট্রফি গেল হরমনপ্রীতের দল সুপারনোভার দখলেই ৷
advertisement

১২২ রানের টার্গেট তাড়া করতে নেমে মারমুখী হরমনপ্রীতের দাপটে ম্যাচ শেষ পর্যন্ত জিতে নেয় সুপারনোভা ৷ ৩৭ বলে ৫১ রান করেন তিনি ৷ অথচ রান তাড়া করতে নেমে শুরুতে সমস্যাতেই পড়েছিল সুপারনোভা ৷ মাত্র ৬৪ রানের মধ্যেই পাঁচ উইকেট চলে যায় তাদের ৷ এরপর দলকে জেতাতে মুখ্য ভূমিকা নেন হরমনপ্রীত ৷ শেষ বলে অবশ্য বাউন্ডারি মেরে দলকে জেতালেন রাধা। ম্যাচের সেরা হরমনপ্রীত তাই ম্যাচ শেষে জানান , ‘‘শেষ ওভারে আউট হওয়াতে চিন্তা বেড়ে গিয়েছিল। কিন্তু রাধা দুর্দান্ত খেলল। আমার কাছে ম্যাচের নায়ক রাধাই।’’

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
শেষ ওভারে আউট হওয়ায় চিন্তা বেড়ে গিয়েছিল, কিন্তু রাধা দুর্দান্ত খেলল, ম্যাচের নায়ক রাধাই: হরমনপ্রীত