অনুর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা দলের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি হবে ২ ফেব্রুয়ারি। সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
ভারতীয় দল মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজিত ছিল, সেমিফাইনালেও প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করেছে। প্রথম থেকেই ইংল্যান্ডকে ধাক্কা দেয় ভারতীয় মেয়েরা। দুই উইকেটের পতনের পর, ডেভিনা পেরিন (৪৫) এবং এবি নরগ্রোভ (৩০) ৪৪ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে সামাণ্য আশা জাগিয়েছিলেন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দুজনকেই আউট করে ভারতকে ফের চালকের আসনে ফিরিয়ে দেন আয়ুশি শুক্লা।
advertisement
এরপর ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় স্কোর করা থেকে আটকে দেন বৈষ্ণবী শর্মা। ইংল্যান্ডকে প্রথম দুটি ধাক্কা দেওয়া পারুলিকা সিসোদিয়াও তার পরের স্পেলে একটি উইকেট নেন। বৈষ্ণবীর মতো তিনিও তিন উইকেট তুলে নেন৷
১১৪ রানের লক্ষ্য তাড়া করতে আসা ভারতীয় দলও ব্যাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে। ওপেনার জি. কমলিনী ৫৬ রানের অপরাজিত থাকেন৷ শেষ ম্যাচে সেঞ্চুরি করা গোঙ্গাদি ত্রিশা ঝোড়ো ৩৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। দুজনেই ৬০ রান যোগ করে ভারতকে ভালো সূচনা এনে দেন। ত্রিশা আউট হওয়ার পর ১১ রান করেন সনিকা চালকে। ১৫তম ওভারেই কমলিনী এবং সনিকা ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন৷ ভারত এক উইকেটে ১১৭ রান করে ম্যাচ জিতে নেয়।