TRENDING:

Pak W vs Aus W: বিসমা- আলিয়ার লড়াইকে হাওয়ায় উড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার

Last Updated:

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022) নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হল পাকিস্তানকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মাউন্ট মাউনগুনাই: মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022) নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারতে হল পাকিস্তানকে৷ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (Pak vs Aus) ম্যাচে অস্ট্রেলিয়া  মহিলা দল জিতল সাত উইকেটে৷ ৯২ বল বাকি থাকতেই জয় পেলে অজি বাহিনী৷


একটি নিউজলেটারে এই রঙের অর্থ বর্ণনা করেছে, "বেগুনি হল আনুগত্যের রঙ, উদ্দেশ্যের প্রতি স্থিরতা। সাদা, বিশুদ্ধতার প্রতীক।"
একটি নিউজলেটারে এই রঙের অর্থ বর্ণনা করেছে, "বেগুনি হল আনুগত্যের রঙ, উদ্দেশ্যের প্রতি স্থিরতা। সাদা, বিশুদ্ধতার প্রতীক।"
advertisement

মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত বনাম পাকিস্তান খেলায় দাঁড়াতেই পারেনি পাকিস্তান৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই ভারতীয় মহিলারা পাকিস্তানকে পর্যদুস্ত করেছিল৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান (Pak W vs Aus W) লড়াইতে ফিরল৷ এদিন রানে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মাহরু, তাঁকে যোগ্য সঙ্গত করেন আলিয়া রিয়াজ৷  বিসমা-র ১২২ বলে ৭৮ এবং আলিয়ার ১০৯ বলে ৫৩ -র সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে৷

advertisement

advertisement

এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমেই দুই ওপেনার ২ ও ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ এই সময় পাকিস্তানের হাল ধরেন অধিনায় বিসমা মাহরুফ৷ তিনি ধীরে ধীরে পাকিস্তানের ইনিংস বিল্ডআপ করেন৷

আরও পড়ুন - International Women's Day: কুর্নিশ মা! সদ্যোজাত সন্তানদের মায়েরা হাসপাতালের বিছানায় দিলেন মাধ্যমিক

advertisement

তাঁকে সঙ্গ দেন আলিয়া রিয়াজ৷ এঁদের ব্যাটে ভর দিয়েই ১৯০ রান করে পাকিস্তান৷ অস্ট্রেলিয়ার হয়ে আলানা কিং ২ টি উইকেট নেন৷

আরও পড়ুন - Job Vacancy: অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ হবে এই সরকারি সংস্থায়

এদিকে রান তাড়া করতে নেমে কোনও সময়েই অস্ট্রেলিয়া মহিলা দলকে অস্বচ্ছন্দ্য মনে হয়নি৷ ওপেনার অ্যালিসা হিলি শুরু থেকেই লক্ষ্যের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন৷ ওপেনার রাচেল হানেসের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলছিেন অ্যালিসা৷

advertisement

এরপর মেগ ল্যানিং, এলিজে পেরি, বেথ মুনিও নিজের নিজের দায়িত্ব পালন করে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯১ রানের টার্গেটে পৌঁছে দেন৷ মাত্র ৩৪.৪ ওভারে ৩ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে ়যায় অস্ট্রেলিয়া৷

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

পাকিস্তানের বোলরারা চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বাগ মানাতে পারেননি৷

বাংলা খবর/ খবর/খেলা/
Pak W vs Aus W: বিসমা- আলিয়ার লড়াইকে হাওয়ায় উড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় অস্ট্রেলিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল