মহিলা ক্রিকেট বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত বনাম পাকিস্তান খেলায় দাঁড়াতেই পারেনি পাকিস্তান৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই ভারতীয় মহিলারা পাকিস্তানকে পর্যদুস্ত করেছিল৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে পাকিস্তান (Pak W vs Aus W) লড়াইতে ফিরল৷ এদিন রানে ফেরেন পাকিস্তানের অধিনায়ক বিসমা মাহরু, তাঁকে যোগ্য সঙ্গত করেন আলিয়া রিয়াজ৷ বিসমা-র ১২২ বলে ৭৮ এবং আলিয়ার ১০৯ বলে ৫৩ -র সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে৷
advertisement
এদিন টসে জিতে অস্ট্রেলিয়া প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়৷ প্রথমেই দুই ওপেনার ২ ও ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান৷ এই সময় পাকিস্তানের হাল ধরেন অধিনায় বিসমা মাহরুফ৷ তিনি ধীরে ধীরে পাকিস্তানের ইনিংস বিল্ডআপ করেন৷
আরও পড়ুন - International Women's Day: কুর্নিশ মা! সদ্যোজাত সন্তানদের মায়েরা হাসপাতালের বিছানায় দিলেন মাধ্যমিক
তাঁকে সঙ্গ দেন আলিয়া রিয়াজ৷ এঁদের ব্যাটে ভর দিয়েই ১৯০ রান করে পাকিস্তান৷ অস্ট্রেলিয়ার হয়ে আলানা কিং ২ টি উইকেট নেন৷
আরও পড়ুন - Job Vacancy: অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ হবে এই সরকারি সংস্থায়
এদিকে রান তাড়া করতে নেমে কোনও সময়েই অস্ট্রেলিয়া মহিলা দলকে অস্বচ্ছন্দ্য মনে হয়নি৷ ওপেনার অ্যালিসা হিলি শুরু থেকেই লক্ষ্যের দিকে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন৷ ওপেনার রাচেল হানেসের সঙ্গে জুটি বেঁধে দ্রুত রান তুলছিেন অ্যালিসা৷
এরপর মেগ ল্যানিং, এলিজে পেরি, বেথ মুনিও নিজের নিজের দায়িত্ব পালন করে জয়ের জন্য প্রয়োজনীয় ১৯১ রানের টার্গেটে পৌঁছে দেন৷ মাত্র ৩৪.৪ ওভারে ৩ উইকেট খুইয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে ়যায় অস্ট্রেলিয়া৷
পাকিস্তানের বোলরারা চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বাগ মানাতে পারেননি৷