ভারতীয় মহিলা ক্রিকেটের অন্যতম স্তম্ভ ঝুলন গোস্বামী মনে করেন, সাম্প্রতিক বিশ্বকাপজয়ের সাফল্য ভারতীয় মহিলা ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মহিলাদের ক্রিকেটের সার্বিক উন্নতি এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
এক অনুষ্ঠানে ঝুলন বলেন, “বিশ্বকাপ জয়ের পর মহিলা ক্রিকেট নিয়ে দেশের আগ্রহ বেড়েছে। পরিকাঠামো, সুযোগ ও পেশাদারিত্ব—সব ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাচ্ছে।”
advertisement
আরও পড়ুন: ১৪ বছরের বৈভব সূর্যবংশীর ভয়ে কাঁপছে বাংলাদেশ! এশিয়া কাপে মারকাটারি ম্যাচ…
বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ বা মেন্টরের পদে নেই। তবে ভবিষ্যতে সেই দায়িত্ব নিতে আগ্রহী বলে ইঙ্গিত দেন বাংলার এই প্রাক্তন পেসার। তিনি জানান, যেহেতু সদ্য মেয়েরা বিশ্বকাপ জিতেছে, তাই এখনই তিনি কোনও দায়িত্ব নিতে রাজি নন ।
ভারতীয় ক্রিকেট মহলে মনে করা হচ্ছে, ঝুলনের অভিজ্ঞতা ভবিষ্যতে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারেন।
প্রসঙ্গত, ভারতীয় মহিলা ক্রিকেট দল সেমি ফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর পরেই সংবাদ শিরোনামে উঠে আসে। এরপরেই চর্চায় উঠে আসেন রিচা ঘোষ, স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতরা।
আর ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারানোর পরেই দেশে কার্যত উৎসব শুরু হয়ে যায়। বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেন দেশের মেয়েরা। আর এরপর থেকেই ক্রিকেট মহলের পক্ষ থেকে মনে করা হচ্ছিল এবার মহিলা ক্রিকেটে সুযোগ,সুবিধা থেকে পেশাদারিত্ব সবই ফিরে আসবে। এবার সেই বিষয়েই মুখ খুললেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন পেসার ঝুলন গোস্বামী।
