ভারতীয় মহিলা দল এশিয়া কাপে শনিবার আয়োজক বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রানে বড় জয় হাসিল করল৷ এদিন প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া ৫ উইকেটে ১৫৯ রান করে৷ এতে শেফালি মাত্র ৪৪ বলে ৫৫ রান করেন৷ ৫ টি চার ও ২ টি ছক্কা মেরে নিজের খারাপ ফর্মে ফুলস্টপ দিলেন তরুণী ফুলঝুরি৷ এই ম্যাচকে মনে রাখবেন আরও বেশিভাবে সেখানে নতুন রেকর্ড তৈরি করে ফেললেন তিনি৷
advertisement
আরও পড়ুন - Durga Puja Carnival: ক্ষোভ উগড়ে দিয়ে কার্নিভালের মঞ্চ ছাড়লেন পুরপ্রধান! কাণ্ড সরগরম
১৮ বছরের শেফালি করলেন ওয়ার্ল্ড রেকর্ড
ভারতীয় তরুণী ক্রিকেটার এই ম্যাচে হাফ সেঞ্চুরি করেন পাশাপাশি টি টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারে ১০০০ রানও করে ফেললেন৷ মাত্র ১৮ বছর ২৫৩ দিনে এই বিশ্ব রেকর্ড করেন তিনি৷ এই করে ক্রিকেটের ইতিহাস বইয়ের পাতায় নাম তুলে ফেললেন শেফালি ভর্মা৷
এই রেকর্ড করে তিনি স্বদেশীয় জেমিমা রডরিগেজকেই পিছনে ফেললেন৷ তিনি ২১ বছর ৩২ দিনে তিনি ১০০০ টি টিয়োন্টি ম্যাচে এই নজির গড়েছিলেন৷