মাত্র এক ঘণ্টার মধ্যেই ম্যাচ শেষ করে দেন শিয়নটেক, প্রতিপক্ষ আনিসিমোভা যেন কোর্টে ছিলেনই না—সেই রকম একতরফা ম্যাচের সাক্ষী থাকল অল ইংল্যান্ড ক্লাব। এই জয়ের মাধ্যমে ইগা শিয়নটেক উইম্বলডনের অষ্টম পরপর নতুন নারী চ্যাম্পিয়ন হিসাবে নাম লেখালেন।
আরও পড়ুন: উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজ! তৃতীয়বারের জন্য শিরোপার দৌড়ে স্প্যানিশ তারকা…
advertisement
উল্লেখযোগ্যভাবে, সেরেনা উইলিয়ামস ২০১৬ সালে তার শেষ উইম্বলডন খেতাব জেতার পর থেকে প্রতিবারই নতুন কেউ এই খেতাব জিতে চলেছেন। সেই তালিকায় রয়েছেন গারবিন মুগুরুজা (২০১৭), অ্যাঞ্জেলিক কারবার (২০১৮), সিমোনা হালেপ (২০১৯), অ্যাশ বার্টি (২০২১), এলিনা রাইবাকিনা (২০২২), মার্কেটা ভনড্রুসোভা (২০২৩) এবং বারবোরা ক্রেজচিকোভা (২০২৪)।
শিয়নটেক, যিনি ইতিমধ্যেই পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন, উইম্বলডনে আগে তেমন সাফল্য পাননি। তবে এবার সেই রেকর্ড মুছে দিয়ে নিজেকে প্রমাণ করলেন।
২৩ বছর বয়সী আনিসিমোভার জন্য এটি ছিল প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল, কিন্তু শিয়নটেকের দাপটের কাছে তিনি পুরোপুরি পর্যুদস্ত। ম্যাচে তার কোনও ছন্দই দেখা যায়নি।
এই জয় শুধু শিয়নটেকের কেরিয়ারের মাইলফলক নয়, বিশ্ব টেনিসেও নতুন অধ্যায়ের সূচনা।