মস্কোতে জন্ম নেওয়া রিবাকিনা ২০১৮ সাল থেকে কাজাখস্তানের প্রতিনিধিত্ব করছেন। উইম্বলডনের সময় এটি নিয়ে অনেক আলোচনা হয়েছিল কারণ ইউক্রেনের আক্রমণের কারণে 'অল ইংল্যান্ড ক্লাব' রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের টুর্নামেন্টে প্রবেশ নিষিদ্ধ করেছিল।
আরও পড়ুন - Sourav and Dona: দাদা-বৌদি জুটির রাস্তাতেই তুফানি পারফরম্যান্স, বলিউডি গানে নাচ, ভাইরাল ভিডিও
advertisement
১৯৬২ সালের পর অল ইংল্যান্ড ক্লাবে এটিই প্রথম মহিলা সিঙ্গলস ম্যাচের ফাইনাল যেখানে দুই টেনিস প্লেয়ারই তাঁদের অভিষেকেই কামাল করলেন। এলেনা রাইবাকিনার র্যাঙ্কিং ২৩। ১৯৭৫ সালে ডাব্লু টি এ মহিলাদের টেনিস র্যাঙ্কিং শুরু হওয়ার পর থেকে, শুধুমাত্র একজন মহিলা খেলোয়াড় উইম্বলডন শিরোপা জিতেছেন, যার র্যাঙ্কিং রিবাকিনার থেকে পিছিয়ে।সেরেনা উইলিয়ামসের বড় বোন ভেনাস উইলিয়ামস ২০০৭ সালে উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তখন ৩১ নম্বরে ছিলেন।
এদিন খেতাব জয়ের পরে সাংবাদিক সম্মেলনে চোখে জল চলে আসে রাইবাকিনার৷ কোনও ক্রমে চোখের জল মুছে উত্তর দেন নতুন চ্যাম্পিয়ন৷
দেখে নিন ভাইরাল ভিডিও
এদিন তাঁকে যখন তাঁর মা -বাবাকে নিয়ে প্রশ্ন করা হয় তখনই কান্নায় ভেঙে পড়লেন রাইবাকিনা৷ তিনি জানিয়েছেন এই শিরোপা তাঁর মা বাবাকে দারুণ আনন্দ দেবে, গর্বিত করবে৷
আলিনা রিবাকিনা সেন্টার কোর্টে জাবেরের 'স্পিন' এবং 'স্লাইস' -র জাল টপকে এদিনের ম্যাচে কামাল করেছেন৷ উইম্বলডনের মহিলা সিঙ্গলসের ফাইনালে তাঁর সার্ভ এবং শক্তিশালী ফোরহ্যান্ড তাঁকে জব্দ করেন৷ রিবাকিনা জাবেরের টানা ১২ ম্যাচের জয়ের ধারা ভাঙলেন।