TRENDING:

মাহিকে ছাড়াই বাড়িতে এল নতুন সদস্য, ধোনি’কে ভীষণ মিস করছেন স্ত্রী সাক্ষী

Last Updated:

দীর্ঘ পাঁচ মাস পর তাই ধোনি শহরের বাইরে পা দিতেই মন খারাপ স্ত্রী সাক্ষীর । আর ধোনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেই বাড়িতে এসে গিয়েছে নতুন সদস্য ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: চেন্নাইয়ে আইপিএলের প্রস্তুতির জন্য সিএসকে-র ক্যাম্পে যোগ দিতে রাঁচি থেকে পাড়ি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। বিশেষ চাটার্ড বিমানে চেন্নাই উড়ে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। এখন গোটা দেশের চোখ অধীর আগ্রহে প্রতীক্ষায় রয়েছে সেই আইপিএল-এর । যেখানে নায়ককে আরও একবার দেখা যাবে ২২ গজের রাজত্বে । কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার কথা গতকাল, অর্থাৎ শনিবারই করে দিয়েছেন তিনি । তাঁর অবসর ঘোষণায় হৃদয় ভারাক্রান্ত দেশ জুড়ে থাকা অগণিত ভক্তের।
advertisement

বিশ্বকাপের পর থেকেই একপ্রকার স্বেচ্ছা-নির্বাসনে চলে গিয়েছিলেন মাহি । কখনও স্ত্রী সাক্ষীর বাড়ি সিমলায় পাহাড়ের কোলে দিনযাপন, কখনও রাঁচিতে নিজের বাড়িতে। লকডাউন শুরু পর থেকে রাঁচিতে নিজের ফার্ম হাউজে খাঁটি ফ্যামিলি ম্যানের মতোই স্ত্রী-মেয়ে’কে নিয়েই মেতেছিলেন ধোনি । দীর্ঘ পাঁচ মাস পর তাই ধোনি শহরের বাইরে পা দিতেই মন খারাপ স্ত্রী সাক্ষীর ।

advertisement

আর ধোনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেই বাড়িতে এসে গিয়েছে নতুন সদস্য । ক্যাপ্টেন কুলের গাড়ি আর বাইকের শখ কারও অজানা নয় । ধোনির গ্যারাজ ভর্তি দেশ-বিদেশের নানা বিখ্যাত ও জনপ্রিয় মডেলের গাড়ি আর বাইকে। আবারও একটি নতুন গাড়ি এল ধোনি-সাক্ষীর সংসারে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুটান যাওয়া আরও সহজ! সস্তায় কলকাতা থেকে জয়গাঁ এক বাসে, দেখে নিন ভাড়া-সময়সূচি-রুট
আরও দেখুন

তবে টুকটুকে লাল রঙের ডজ চ্যালেঞ্জার (Dodge Challenger) গাড়িটি এসেছে ধোনি চলে যাওয়ার ঠিক পরেই । তাই স্বামীকে মিস করছেন সাক্ষী । নতুন গাড়ির ছবি আর ভিডিও শেয়ার করেছেন তিনি ।

বাংলা খবর/ খবর/খেলা/
মাহিকে ছাড়াই বাড়িতে এল নতুন সদস্য, ধোনি’কে ভীষণ মিস করছেন স্ত্রী সাক্ষী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল