বিশ্বকাপের পর থেকেই একপ্রকার স্বেচ্ছা-নির্বাসনে চলে গিয়েছিলেন মাহি । কখনও স্ত্রী সাক্ষীর বাড়ি সিমলায় পাহাড়ের কোলে দিনযাপন, কখনও রাঁচিতে নিজের বাড়িতে। লকডাউন শুরু পর থেকে রাঁচিতে নিজের ফার্ম হাউজে খাঁটি ফ্যামিলি ম্যানের মতোই স্ত্রী-মেয়ে’কে নিয়েই মেতেছিলেন ধোনি । দীর্ঘ পাঁচ মাস পর তাই ধোনি শহরের বাইরে পা দিতেই মন খারাপ স্ত্রী সাক্ষীর ।
advertisement
আর ধোনি চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিতেই বাড়িতে এসে গিয়েছে নতুন সদস্য । ক্যাপ্টেন কুলের গাড়ি আর বাইকের শখ কারও অজানা নয় । ধোনির গ্যারাজ ভর্তি দেশ-বিদেশের নানা বিখ্যাত ও জনপ্রিয় মডেলের গাড়ি আর বাইকে। আবারও একটি নতুন গাড়ি এল ধোনি-সাক্ষীর সংসারে ।
তবে টুকটুকে লাল রঙের ডজ চ্যালেঞ্জার (Dodge Challenger) গাড়িটি এসেছে ধোনি চলে যাওয়ার ঠিক পরেই । তাই স্বামীকে মিস করছেন সাক্ষী । নতুন গাড়ির ছবি আর ভিডিও শেয়ার করেছেন তিনি ।