TRENDING:

WI W vs ENG W: দুরন্ত ক্যাচ থেকে ম্যাচের ওপর টোটাল কন্ট্রোল, ক্যারিবিয়ান হাতে বধ ইংল্যান্ড

Last Updated:

WI W vs ENG W: দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ডুনেডিন: মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022)  ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড  (WI vs ENG) ম্যাচে একেবারে ধারেভারে  ইংল্যান্ডকে পর্যদুস্ত করে জিতে গেল ক্যারিবিয়ানরা৷ বুধবার ওয়েস্টইন্ডিজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়৷
WI W vs ENG W: West Indies women wins against England women in Women's cricket World Cup- Photo -Twitter
WI W vs ENG W: West Indies women wins against England women in Women's cricket World Cup- Photo -Twitter
advertisement

নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে ওয়েস্টইন্ডিজ৷ ওয়েস্টইন্ডিজের হয়ে শিমায়েনে ক্যাম্পবেল সর্বোচ্চ ৬৬ রান করেন৷

মহিলা ক্রিকেট বিশ্বকাপে (Women's World Cup 2022)  ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড  (WI W vs ENG W) ম্যাচে ওপেনিং জুটিতে ভালই শুরু করেছিলেন দিয়েন্দ্রা ডটইন এবং হেইলি ম্যাথিউজ৷ ডটইন এবং ম্যাথিউজ ৩১ ও ৪৫ রান করেন৷ কিন্তু এরপর টপ অর্ডারের দুই ব্যাটসম্যান ফ্লপ হন৷ শিমায়েনে ক্যাম্পবেল এবং চেদিয়ান নেশন জুটি দলকে কোনও বিপাকে পড়তে দেননি৷ ক্যাম্পবেল দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন৷ আর একটুর জন্য অর্ধশতরান মিস করেন নেশন তিনি ৪৯ রান করেন৷

advertisement

আরও পড়ুন - Bold Actress: ১৪ বছরের কিশোরীকে প্রতারণা করেছিলেন খোদ স্বামী , কোন পরিস্থিতিতে আগুন হয়ে উঠলেন সুন্দরী সিল্ক স্মিতা, দেখুন ফটো

ফলে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২৫ রান করে৷ ইংল্যান্ডের জার্সিতে বল হাতে সবচেয়ে সফল সফি একলেস্টন ৩ টি উইকেট নেন৷

জয়ের জন্য প্রয়োজন ২২৬  রান, এটা তাড়া করতে নেমে নড়বড়ে দেখায় ইংলিশ ব্যাটিং লাইন আপকে৷ নিউজিল্যান্ডের মাটিতে আয়োজিত মহিলা ক্রিকেট বিশ্বকাপে এদিনের ম্যাচে ইংল্যান্ডের দলের হয়ে  ব্যাট হাতে সর্বোচ্চ রান ট্যামি বিউমন্টের৷ তিনি ৪৬ রান করেন৷ এদিকে সেভাবে বড় রানও করতে পারেননি কেউই৷ অধিনায়ক হিথার নাইট থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা প্রায় সকলেই ব্যর্থ৷

advertisement

আরও পড়ুন - Shani Gochar 2022: জায়গা বদল করছে শনি, এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য ভয়ঙ্কর প্রভাব

এরপর ডান্নি ওয়াট, সোফিয়া ডাঙ্কলে, সফি একলেস্টোন ব্যাট হাতে লড়াই করার চেষ্টা করলেও ম্যাচে ফিরতে পারেননি৷ আর পুরো ইনিংসেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড৷  ফলে ৪৭.৪ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড৷

advertisement

ওয়েস্টইন্ডিজের হয়ে সফল বোলার  শামিলা কোনেল ৩ টি উইকেট এবং হ্যালি ম্যাথিউজ ও আনিসা মহম্মদ ২ টি করে উইকেট নেন৷

এদিকে এদিন দিনের সবচেয়ে ভাইরাল হয়ে গেল ওয়েস্টইন্ডিজের দীনেন্দ্রা ডটইনের একটি উড়ন্ত ক্যাচ  ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হলেন৷

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ওয়েস্টইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচে ওয়েস্টইন্ডিজ দারুণ পারফরম্যান্স দিয়েই ম্যাচ জিতেছে৷

বাংলা খবর/ খবর/খেলা/
WI W vs ENG W: দুরন্ত ক্যাচ থেকে ম্যাচের ওপর টোটাল কন্ট্রোল, ক্যারিবিয়ান হাতে বধ ইংল্যান্ড
Open in App
হোম
খবর
ফটো
লোকাল