শ্রেয়সের পাশাপাশি নেওয়া হয়নি যশস্বী জয়েসওয়ালকেও। ২০২৫ আইপিএলে শ্রেয়স করেছেন ৬০৪ রান। যশস্বীর করেন ৫৫৯ রান।
তার পরও এশিয়া কাপ টি২০ দলে জায়গা হল না শ্রেয়স ও যশস্বীর।
আরও পড়ুন- বাদ পড়লেন ৬ তারকা! ভারতীয় দলে আকাশ-পাতাল বদল! জেনে নিন বিস্তারিত
এখন প্রশ্ন হল, শ্রেয়স আইয়ারকে দলে কেন নেওয়া হল না! নির্বাচক প্রধান অজিত আগরকার বললেন, ‘ওর এখানে কোনও দোষ নেই। আসল কাকে বাদ দিয়ে শ্রেয়সকে দলে রাখব? ওর এখন সুযোগের জন্য অপেক্ষা করা ছাড়া কোনও উপায় নেই।’ শ্রেয়সকে আপাতত শুধু ওয়ান ডে ক্রিকেটেই হয়তো দেখা যাবে! আগরকার যা যুক্তি দিলেন, তা ধোপে টেকার মতো নয়। ফলে শ্রেয়সকে বাদ দেওয়ার কারণ অজানাই থেকে গেল।
advertisement
ওদিকে যশস্বীকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। আগরকার বলেছেন, ‘ওকে স্ট্যান্ড বাই রাখাটাও দুর্ভাগ্যজনক। যশস্বীকেও আরও অপেক্ষা করতে হবে। কার জায়গায় সুযোগ দেব!’
অনেকে ভেবেছিলেন, শুভমান গিল হয়তো এই দলে সুযোগ পাবেন না! কিন্তু আগরকার বললেন, ‘‘ গিল ইংল্যান্ডে সবার প্রত্যাশার থেকেও অনেক বেশি ভাল পারফর্ম করেছে। ওর ক্যাপ্টেন্সি ভাল। ও কয়েকটি সিরিজে ভাইস ক্যাপ্টেন ছিল।’
আসলে আগরকারের কথা অনুযায়ী, ম্যানেজমেন্টের নজরে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নিয়েছেন। সূর্যকুমার যাদব অধিনায়ক। শুভমান গিল ভাইস ক্যাপ্টেন। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ।