TRENDING:

BCCI President : সৌরভ, রজার বিনির পর ভারতীয় বোর্ডের সভাপতি কে? প্রস্তাব গেল কিংবদন্তির কাছে, রাজি হলেন না সেই মহাতারকা!

Last Updated:

Bcci President- সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিনির পর কে বসবেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের সভাপতি পদে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : সৌরভ গঙ্গোপাধ্যায়, রজার বিনির পর কে বসবেন ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বিসিসিআইয়ের সভাপতি পদে?
News18
News18
advertisement

গত কয়েক বছরের ট্রেন্ড ধরলে বোঝা যাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে কোনA প্রাক্তন ক্রিকেটারকেই বেছে নেওয়া হচ্ছে। যে প্রথা বছর ছয়েক আগে সৌরভের মাধ্যমে শুরু হয়েছিল।

চলতি মাসের শেষের দিকেই হতে চলেছে ভারতীয় বোর্ডের নির্বাচন। সূত্রের খবর, আপাতত সবটাই হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় বোর্ড!

advertisement

অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে বর্তমানে কাজ চালাচ্ছেন রাজীব শুক্লা। তবে বিসিসিআই সূত্রে খবর, তিনি সভাপতি পদে নতুন কমিটিতে থাকবেন না। খুব সম্ভবত আইপিএল গভর্নিং কমিটি চেয়ারম্যান হতে পারেন তিনি। কারণ বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমালের ছয় বছর ক্রিকেট প্রশাসনে কাজের মেয়াগ শেষ হয়ে যাচ্ছে।

লোধা সুপারিস অনুযায়ী, তাঁকে এবার বাধ্যতামূলক কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। তাই তাঁর পরিবর্তে আইপিএল চেয়ারম্যান হতে পারেন রাজীব শুক্লা। তবে তাঁর সঙ্গে আরেকটি নাম শোনা যাচ্ছে, তিনি হলেন এমসিএ-র প্রাক্তন সচিব সঞ্জয় নায়েক। আর রাজীব শুক্লা যদি আইপিএল চেয়ারম্যান হয়ে যান, তা হলে তাঁর জায়গায় বিসিসিআই সহ-সভাপতি হতে পারেন বিহার ক্রিকেট সংস্থার প্রধান রাকেশ তিওয়ারি।

advertisement

এখন সব থেকে বড় প্রশ্ন, বিসিসিআই সভাপতি পদে কে বসবেন? সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফিরে আসার সম্ভাবনা কি রয়েছে? এই দুটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বোর্ডের বর্তমান শাসকগোষ্ঠী কোনও প্রাক্তন ক্রিকেটারকেই চাইছেন সভাপতি পদে। তবে সূত্রের খবর, সেই তালিকায় প্রাথমিকভাবে নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

প্রাথমিকভাবে একটি নাম শোনা যাচ্ছে বোর্ডের অন্দরমহলে। ভারতের প্রাক্তন এক তারকা ক্রিকেটারকে বোর্ড সভাপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। মৌখিকভাবেই সেই কিংবদন্তি ক্রিকেটারের কাছে প্রাথমিক প্রস্তাব গিয়েছিল বলে খবর। তবে সেই প্রস্তাবে ভারতীয় ক্রিকেটের সেই মহাতারকা সম্মতি দেননি বলেই বোর্ড সূত্রে খবর। তাই বিকল্প হিসেবে আরও দু-একজন ক্রিকেটারের নাম আলোচনায় রয়েছে।

advertisement

যেহেতু কোনও ক্রিকেটারের সঙ্গেই অফিশিয়ালি এখনও কথা হয়নি, তাই সেই নামগুলো প্রকাশ্যে আনা হচ্ছে না। প্রাক্তন এক উইকেট কিপার-ব্যাটসম্যান এবং নির্বাচক হিসেবে কাজ করা ব্যক্তির নামও হাওয়ায় ভাসছে বলে খবর। তবে সেই ক্রিকেটারের আগে তারকা ক্রিকেটারকে প্রাধান্য দিতে চাইছেন বর্তমান কর্তারা।

আরও পড়ুন- ২৮ বছর বয়সে দেশের ধনীতম ক্রিকেট কর্তা, থাকেন ৪ হাজার কোটি টাকার প্রাসাদে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদি কোনওভাবে সেই ক্রিকেটারকে রাজি করানো যায়, তা হলে ভাবমূর্তি বোর্ডের আরও বাড়বে বলেই মনে করছে ক্রীড়া বিশেষজ্ঞরা। চলতি মাসের শেষেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি নাম ঘোষণা হয়ে যাবে। তবে তার আগে নতুন সভাপতি কে, তা নিয়ে জল্পনা চলছেই। জল্পনার মাঝে বিসিসিআইয়ের বর্তমান কমিটির মধ্যে সচিব দেবজিৎ সাইকিয়া, সহ-সচিব রোহন দেশাই এবং প্রভতেজ ভাটিয়া নিজেদের পদে থেকে যাবেন বলেই খবর।

বাংলা খবর/ খবর/খেলা/
BCCI President : সৌরভ, রজার বিনির পর ভারতীয় বোর্ডের সভাপতি কে? প্রস্তাব গেল কিংবদন্তির কাছে, রাজি হলেন না সেই মহাতারকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল