রাঁচিতে কোহলির সেঞ্চুরি সঙ্গে আরও একটি বিষয় নিয়ে আলোচনা চলছে সোস্যাল মিডিয়ায়। রাঁচি স্টেডিয়ামে এক তরুণীর কোহলির সেঞ্চুরি দেখার পর প্রতিক্রিয়া নিয়ে। ক্যামেরাপার্সন সেই মুহূর্তটি ক্যামরায় ধরে ফেলেন এবং মেয়েটি রাতারাতি ইন্টারনেট সেনসেশনে পরিণত হয়।
সেই মেয়েটি সোশ্যাল মিডিয়ার জগতের পরিচিত মুখ রিয়া ভার্মা, যার উচ্ছ্বাস ম্যাচের রোমাঞ্চকে একেবারে অন্য স্তরে পৌঁছে দিয়েছিল। বিরাট কোহলির সেঞ্চুরির ঠিক পরেই তাঁর রিঅ্যাকশন ভাইরাল হয়েছিল। সেই মেয়েটির পরিচয় এখন প্রকাশ্যে এসেছে। তিনি কোনও সাধারণ ক্রিকেটভক্ত নন, বরং একজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। জানা গেছে, ইউটিউবে রিয়ার ৩ লাখ সাবস্ক্রাইবার রয়েছে এবং ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ২.৫ মিলিয়ন।
advertisement
আরও পড়ুন- আবার বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকল বাঙালি ভক্ত, আরামবাগের ছেলেকে আটকে রেখেছে পুলিশ!
রিয়া ভার্মা টিম ইন্ডিয়াকে উৎসাহ দেওয়ার জন্য গতকাল রাঁচির মাঠে উপস্থিত ছিলেন। ক্যামেরাপার্সন তাঁর উপস্থিতি লক্ষ্য করেন এবং বিরাট কোহলি যখনই কেরিয়ারের ৫২তম শতক পূর্ণ করেন, ক্যামেরা সরাসরি রিয়ার দিকে ঘুরে যায়—আর সেই ফুটেজ থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। রিয়া ভার্মা তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভক্ত। এর আগেও একাধিকবার তাঁকে ক্রিকেট মাঠে দেখা গিয়েছে। এমনকী আইপিএলের সময় তাঁকে ঘন ঘন স্টেডিয়ামে দেখা যায়।
