জম্মু ও কাশ্মীরের পেসার উমরান মালিক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) তাঁর গতির জন্য আলোচনায় আসেন একটা সময়। তার পর তিনি ভারতীয় দলে জায়গা করে নেন। তবে কয়েকটি ম্যাচ খেলার পরই তিনি দল থেকে বাদ পড়েন। এখন আবার জম্মু ও কাশ্মীরের আরেক পেসার আকিব নবি চর্চায়।
আকিব নবি রাজস্থানের বিরুদ্ধে রনজি ট্রফির ম্যাচে দারুণ বোলিং করেছেন। দ্বিতীয় ইনিংসে তিনি ১১ ওভার বল করে ৩টি মেইডেন-সহ মাত্র ২৪ রান দিয়ে ৭টি উইকেট নেন। শুধু তাই নয়, একই ম্যাচে তিনি ব্যাট হাতে ৫৫ রানের ইনিংসও খেলেন।
advertisement
এর আগেও দলীপ ট্রফিতে আকিব নবি ইতিহাস সৃষ্টি করেছিলেন। এক ওভারে টানা ৪ বলে ৪টি উইকেট নেন। এমন কৃতিত্ব অর্জন করা তিনি প্রথম বোলার হন। রাজস্থানের বিরুদ্ধে তাঁর বোলিং দেখে সবাই অবাক। উমরান মালিক একটি উইকেটও নিতে পারেননি, সেখানে আকিব নবি ১০টি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে ৩টি উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি আরও ভয়ংকর হয়ে ওঠেন, মাত্র ২৪ রান দিয়ে ৭টি উইকেট তুলে নেন।
২০২৫-২৬ মরসুমে এটি ছিল তাঁর তৃতীয় “ফাইভ-উইকেট”। ২০২৪ সালের রনজি ট্রফির পর থেকে এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচে আকিব নবি ৬৮টি উইকেট নিয়েছেন, যার মধ্যে ৮ বার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে।
রাজস্থানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে আকিব নবি রাজস্থানের ব্যাটিং লাইনআপ একাই গুঁড়িয়ে দেন। মাত্র ৪১ রানের মধ্যে দলের প্রথম পাঁচ উইকেট পড়ে যায়, আর কিছুক্ষণের মধ্যেই পুরো দল ৮৯ রানে অলআউট হয়ে যায়।
এই ইনিংসে নবি বল করেন ৬ ওভার, যার মধ্যে ২টি মেইডেন ছিল। তিনি মাত্র ৫ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে রাজস্থান তুলেছিল ১৫২ রান। জবাবে জম্মু ও কাশ্মীর সংগ্রহ করে ২৮২ রান, যেখানে আকিব নবি খেলেন গুরুত্বপূর্ণ ৫৫ রানের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে হয়নি জম্মু ও কাশ্মীরকে, কারণ তারা ম্যাচটি এক ইনিংস ও ৪১ রানে জিতে নেয়। জম্মু ও কাশ্মীরের বারামুল্লার বাসিন্দা আকিব নবি বর্তমানে ২৮ বছর বয়সী। তাঁর বাবা একজন স্কুলশিক্ষক, আর আকিব ছোটবেলা থেকেই পড়াশোনায় ভাল ছিলেন।
আরও পড়ুন- বড় ধাক্কা ভারতের!অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ছিটকে গেলেন ওপেনার,দলে এলেন নতুন তারকা
আকিবকে প্রথমে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম-এর মাধ্যমে বাছাই করা হয়েছিল। এর পর তাঁর বাবা-মাও বিশ্বাস করতে শুরু করেন, ছেলে ক্রিকেটে নিজের কেরিয়ার গড়তে পারবে। আকিব যখন খেলা শুরু করেন, তখন তিনি বারামুল্লাতেই থাকতেন এবং কোনও কোচিং নেননি। নিজের মেধা ও পরিশ্রমেই তিনি ধীরে ধীরে এগিয়ে যান এবং আজ জম্মু ও কাশ্মীরের অন্যতম সেরা ফাস্ট বোলার হিসেবে পরিচিতি পান।
আকিব নবি দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইনকে আদর্শ মানেন। তিনি কোনও প্রাতিষ্ঠানিক কোচিং না পেয়ে স্টেইনের ভিডিও দেখে বোলিং শেখেন। স্টেইনের একনিষ্ঠ ভক্ত আকিব বলেন, তাঁর কাছে স্টেইন একপ্রকার ভার্চুয়াল কোচ—যাঁর ভিডিও থেকেই তিনি নিজের কৌশল শিখেছেন।
