তিনি সহজভাবে ব্যাখ্যা করেন, “আমার নাটক করার ইচ্ছে ছিল না, আমি শুধু একটা বার্তা দিতে চেয়েছিলাম আর আমি সেটা দিয়ে দিয়েছি।” এবার ‘ঝলক দিখলা যা ১১’-এর একটি পুরনো ক্লিপ আবার ভাইরাল হয়েছে, যেখানে চাহাল তাঁর প্রাক্তন স্ত্রী ধনশ্রীর সঙ্গে জুড়ে থাকা একটি স্মৃতি ভাগ করে নিচ্ছেন।
আরও পড়ুন- টেস্ট ক্রিকেট কি ভবিষ্যতে উঠে যাবে? দাদার ‘জবাব’, ভারতীয় দল নিয়ে সৌরভের বিরাট দাবি
advertisement
‘ঝলক দিখলা যা ১১’-এ ধনশ্রীর সমর্থনে হাজির হয়েছিলেন ইউজবেন্দ্র চাহাল। সেখানে শো-এর সঞ্চালকরা একটি মজার গেসিং গেম খেলেন তাঁদের সঙ্গে। এক মজাদার মুহূর্তে ধনশ্রী একটি প্ল্যাকার্ডে “Diamond” (হীরে) লিখে ধরেন। চাহাল সঙ্গে সঙ্গে মজা করে বলেন, “যেটা তুমি সবসময় চাও। যখনই ঝগড়া হয়, তার পর তুমি কিছু না কিছু দাবি করো।”
এতে ধনশ্রী একটু অপ্রস্তুত হয়ে প্রশ্ন করেন, “What?”। জবাবে চাহাল নিজের হীরের দুল দেখিয়ে হেসে বলেন, ধনশ্রী আসলে কখনও হীরা দাবি করেননি। তার পর মজার ছলে যোগ করেন, “আসলে ঝগড়ার পর তুমি যা চাও, সেটা হলো — ‘Sorry’।”
সেই পুরনো ঘটনার ক্লিপ আবার সোশ্যাল মিডিয়ায় আচমকা ভাইরাল। তার পর থেকে আবারও অনেকেই ধনশ্রীকে লোভী বলে আক্রমণ করতে শুরু করেছেন।