বিশ্বকাপে বিরাট টাকার পুরস্কার পাবে প্রতিটি দল। ভারতীয় টাকায় হিসেব করলে বিশ্বকাপে প্রায় ৮৩ কোটি টাকার পুরস্কারমূল্য। মোট ১ কোটি ডলার আর্থিক পুরস্কার দেবে আইসিসি।
আরও পড়ুন- ভারতের সাফল্য কামনায় যজ্ঞ-পুজোর আয়োজন! বিরাটকে জার্সি পরিয়ে উন্মাদনা সমর্থকদের
১৯৮৩ সালে কপিল দেবের ভারতীয় দল যখন বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল তখন মাত্র এক লক্ষ টাকা পুরস্কার পেয়েছিলেন তাঁরা। ভারতীয় ক্রিকেট বোর্ড দিয়েছিল সেই টাকা । এছাড়াও একটি করে সোনার চেন পেয়েছিলেন প্রতিটি ক্রিকেটার। এছাড়া ক্রিকেটাররা ১৫ হাজার টাকা বোনাস পেয়েছিলেন ভারতীয় বোর্ডের থেকে।
advertisement
তবে এখন সেসব দিন আর নেই। বিসিসিআই এখন বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা। তার উপর এখন আইসিসি বিশ্বজয়ী দলের উপর টাকার বৃষ্টি করবে। ফলে আজ ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই আজ প্রচুর টাকা পাবে।
২০১১ বিশ্বকাপে আইসিসির মোট পুরস্কার মূল্য ছিল ৬৬ কোটি টাকা। সেবার বিশ্বকাপ জিতে ভারতীয় দল পেয়েছিল ২৫ কোটি টাকা। শ্রীলঙ্কা রানার্স হয়ে পেয়েছিল প্রায় সাড়ে ১২ কোটি টাকা। এছাড়াও ভারতীয় দলের প্রতিটি ক্রিকেটার বোর্ডের তরফে ২ কোটি টাকা করে বোনাস পেয়েছিলেন।
আরও পড়ুন- ম্যাচের আগেই সব বলে দিচ্ছেন খেলার ফল ‘ইনি’ সুপার ভাইরাল ভিডিও
এবার আইসিসির মোট আর্থিক পুরস্কার ৮২.৩৫ কোটি টাকা। ভারতীয় দল বিশ্বকাপ জিতলে ৩৩.১৭ কোটি টাকার মতো পাবে। তবে বিসিসিআই কত টাকা ক্রিকেটারদের বোনাস দেবে তা এখনও নির্ধারিত হয়নি। এমনকী দলের বিভিন্ন ক্রিকেটাররা সংশ্লিষ্ট রাজ্য সরকারের তরফে পুরস্কার বাবদ টাকাও পাবেন।