TRENDING:

মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও

Last Updated:

লিওনেল মেসির এইরকম রূপ বড় একটা দেখেননি ফ্যানরা, তাই ঝড়ের গতিতে হচ্ছে ভাইরাল হচ্ছে ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাপ রে বাপ! এটা ছাড়া আর বলি কী করে, আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস লড়াইয়ের উত্তাপ বল পায়ে মাঠের পর ছড়াল মাঠের বাইরে৷ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচ নির্ধারিত সময় খেলার ফল ছিল ২-২৷ তারপর রুদ্ধশ্বাস পেনাল্টিতে খেলার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হয়৷ মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে ফুটবলারদের মধ্যেও৷ এদিনের ম্যাচে মোট ১৫ টি কার্ড দেখানো হয়৷ দুপক্ষের প্লেয়াররাই একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, কখনও মৌখিক কখনও আবার সেই সীমাও পেরিয়ে দৈহিক আক্রমণও শানাচ্ছিলেন ফুটবল প্লেয়াররা৷
'What are you looking at, idiot' said to messi but he gave a fiery verbal reply -Photo- AP
'What are you looking at, idiot' said to messi but he gave a fiery verbal reply -Photo- AP
advertisement

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে লিওনেল মেসিও নিজের মেজাজ হারান৷ এমনকি মেসির মুখ অশ্রাব্য গালাগালিও বেরিয়ে আসে৷

আরও পড়ুন -  ধান কাটা শুরু হতেই জমিতে মিলল বোমা ভর্তি জার, চক্ষু চড়কগাছ সকলের

এদিনের ম্যাচে ৪-৩ পেনাল্টি শ্যুটআউটে মেসিরা জিতলেও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও কিছুতেও ক্ষোভ কমছিল না৷ এমনকি মেসি একটি লাইভ টিভি চ্যানেলে ইন্টারভিউ দেওয়ার সময়েও নেদারল্যান্ডস ক্যাম্পের কোনও একজন প্লেয়ারের দিকে অশ্রাব্য কথার তির ছুঁড়ে দেন৷

advertisement

রইল সেই ভাইরাল ভিডিও (Viral Video)

‘‘হোয়াট আর ইউ লুকিং অ্যাট ইউ ইডিয়ট !’’ এরপর আরও দুটো অশ্রাব্য গালাগালিও বেরোয় মেসির মুখ থেকে৷ পুরো কথোপকথনটি হয় মেসি একটি ইন্টারভিউ দেওয়ার সময়৷

advertisement

শুধু এটুকু বলেই থামেননি তিনি৷ আর্জেন্টাইন তারকা ডাচ কোচ লুই ফান গলের বিরুদ্ধেও তীব্র আক্রমণ শানান৷ তিনি ডাচ কোচকে শ্রদ্ধার অভাবের জন্য কথা শোনান তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তিনি সাক্ষাৎকারে বলেন, ‘‘আমার মনে হয় ফান গল আমায় অশ্রদ্ধা করেছিলেন ম্যাচের আগের মন্তব্যে৷ কিছু নেদারল্যান্ডের প্লেয়ার ম্যাচ চলাকালীন প্রচুর কথা বলছিল৷ ’’

বাংলা খবর/ খবর/খেলা/
মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল