পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দুই বন্ধু পূর্ব পরিচিত এক নাবালিকাকে বাইকে করে তুলে নিয়ে যায়। তারপরে অশোকনগরের একটা ফাঁকা বাড়িতে ঠান্ডাপানীয় সঙ্গে মাদক খাইয়ে নাবালিকাকে বেঁহুশ করে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। তার পরে ভোরে নির্যাতিতাকে তার বাড়ির সামনে ফেলে চলে যায়।
আরও পড়ুন: রবিবারই শেষ! চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পরেই অবসর নিতে পারেন ভারতের তিন মহাতারকা
advertisement
সকাল হলে নাবালিকাকে ঘরের সামনে অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করতেই গোটা ঘটনা জানতে পারেন। এরপরে পরিবারের সদস্যরা হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরেই মণীশ বরুই নামে হাবড়া হাটথুবা এলাকার বাসিন্দা-সহ এক নাবালককে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিধাননগর জুভেনাইল কোর্টে নাবালককে পেশ করা হয় পাশাপশি অভিযুক্ত মণীশ বাড়ুইকে বারাসত আদালতে তোলা হয়।
আরও পড়ুন: সোনায় সোহাগা পাকিস্তান! সিন্ধুনদে মিলল স্বর্ণখনি, কত টাকার সোনা মজুত জানলে চমকে উঠবেন
নির্যাতিতা নাবালিকাকেও হাবড়া থানার পক্ষ থেকে আদালতে নিয়ে যাওয়া হয় গোপন জবানবন্দী দেওয়ার জন্য। শনিবার বিশ্ব নারী দিবস, আর সেই নারী দিবসের দিন নাবালিকাকে যৌন নির্যাতনের এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।