ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠক মোহনবাগানকে শুধু সমীহ করাই নয়, তাদেj থেকে অনেকটা এগিয়ে রয়েছে বলেও সাফ জানিয়ে দিলেন কুয়াদ্রাত। তিনি বলেন, “সত্যি কথাটা স্বীকার তো করতেই হবে। এই ডার্বিতে নামার আগে মোহনবাগান আমাদের থেকে অনেকটা এগিয়ে। তবে কঠিন পরিস্থিতিতে আমি আমার দলের প্লেয়ারদের উপর বিশ্বাস করি। জানি ওরা প্রতিটা ম্যাচেই নিজেদের সেরাটা দিচ্ছে। এদিনও সেরাটা দিয়ে জেতার চেষ্টাই করবে।”
advertisement
নিজের পরিকল্পনা নিয়ে পরিষ্কার করে কিছু না বললেও, জেতার লড়াই যে চালিয়ে যাবে দল, সেই কথা জানিয়েছেন কুয়াদ্রাত। লাল-হলুদ কোচ বলেছেন,”এই মরসুমে মোহনবাগানের বিরুদ্ধে যা যা পরিকল্পনা করেছি সবই কাজে লেগেছে। ডুরান্ড কাপের ফাইনালে হারলেও আমরা অনেক ভালো খেলেছি। এখনও পর্যন্ত এই মরসুমে বড় ম্যাচে আমরা এগিয়ে। তবু রবিবারের ম্যাচে আমরা লড়াই চালিয়ে যাব।”
আরও পড়ুনঃ East Bengal vs Mohun Bagan: ডার্বির আগে হুঙ্কার মোহনবাগান কোচের, লক্ষ্য জানিয়ে দিলেন হাবাস
সুপার সিক্সের ওঠার আশা লাল-হলুদের টিকে রয়েছে অনেক জটিল অঙ্কের হিসেবে। শেষ ৪টি ম্যাচেই জয় দরকার ইস্টবেঙ্গলের। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে। তবে সবার আগে ডার্বি জেতা যায় কীভাবে সেই রণনীতি তৈরি করতেই ব্যস্ত লাল-হলুদের স্প্যানিশ কোচ। চলতি মরশুমে ৪টি ডার্বিতে ২টিতে জিতেছেন কুয়াদ্রাত। ১টি হার ও একটি ড্র। তবে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় এখনও আসেনি ইস্টবেঙ্গলের। কঠিন পরিস্থিতিতে ফের একবার কুয়াদ্রাত স্যারের দিকেই তাকিয়ে লাল-হলুদ ফ্যানেরা।