TRENDING:

‘শামির বিকল্প হিসেবে আমরা ভেবেছি ঈশানকে...’, জানালেন KXIP কোচ কুম্বলে

Last Updated:

বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় প্রীতির কিংস ইলেভেন পঞ্জাবে বঙ্গ পেসার। প্রথমবার আইপিএলে দল পেয়ে উচ্ছ্বসিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Eeron Roy Barman
advertisement

#কলকাতা: ২০২০ আইপিএলে দল পেলেন বাংলার ঈশান পোড়েল। বেস প্রাইজ ২০ লক্ষ টাকায় প্রীতির কিংস ইলেভেন পঞ্জাবে বঙ্গ পেসার। প্রথমবার আইপিএলে দল পেয়ে উচ্ছ্বসিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের এই সদস্য।

এর আগেও দু’বার আইপিএলের নিলামে নাম উঠে অবিকৃত থেকে গিয়েছিলেন ঈশান পোড়েল। তাই এবার আইপিএল নিলামের দিকে আর সেভাবে নজর রাখেননি ঈশান। রঞ্জিতে কেরলের বিরুদ্ধে ম্যাচ জিতে টিম বাস করে ফেরার সময় সতীর্থদের থেকে জানতে পারেন আইপিএলে দল পেয়েছেন। তিরুঅনন্তপুরমে নিউজ18 বাংলার তরফে যোগাযোগ করা হলে ঈশান জানান, ‘‘ গান শুনতে শুনতে টিম বাস করে ফিরছিলাম। হঠাৎ সতীর্থরা চুল টানাটানি শুরু করে শুভেচ্ছা জানাতে শুরু করল। তখনই জানতে পারলাম আইপিএলে সুযোগ পেয়েছি।’’

advertisement

কলকাতার ছেলে খেলবেন পঞ্জাবে। নিলামে কলকাতার তরফ থেকে ঈশানকে নেওয়ার ব্যাপারে কোনও আগ্রহই দেখানো হয়নি। এতে কোনও আক্ষেপ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘ আমি জানতাম কেকেআর আমার জন্য বিড করবে না। তাই নাইট শিবির আমাকে না নেওয়ায় কোনও আক্ষেপ নেই। আপাতত একজন ক্রিকেটার হিসেবে নতুন পাওয়া সুযোগ কাজে লাগিয়ে সামনের দিকে তাকাতে চাই। তবে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান, পঞ্জাবের মধ্যে কোনও একটি দল আমায় নিতে পারে বলে আশা ছিল। ’’

advertisement

প্রথমবার আইপিএলে সুযোগ পাওয়ার পর বিশেষ কোনও শুভেচ্ছা বার্তা কী পেলেন ? অকপট ঈশানের জবাব, ‘‘ অনেকেই অভিনন্দন জানিয়েছেন মোবাইলটা এখনও ভাল করে দেখা হয়নি। তবে আলাদা করে আমি বলব বাংলা দলের সিনিয়র অশোক দিন্দার কথা। প্রথম থেকেই ভরসা জুগিয়ে গিয়েছেন দাদা। আমি ওর কাছে কৃতজ্ঞ। বোলিংয়ের ভুলত্রুটি এখনও শুধরে দেয় দিন্দাদা।’’

advertisement

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলে থাকার সময় রাহুল দ্রাবিড়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবার আইপিএলে পঞ্জাব দলের কোচ হিসেবে অনিল কুম্বলেকে পেতে চলেছেন। কিভাবে দেখছেন ব্যাপারটা ? প্রশ্ন শুনে ঈশানের জবাব, ‘‘আমার কোচ ভাগ্য মনে হচ্ছে ভালোই। কিংবদন্তি ক্রিকেটার থেকে যতটা পারবো ততটাই শিখব। দলে সুযোগ পেলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার চান্স কতটা? প্রশ্ন শুনে আত্মবিশ্বাসী ঈশানের জবাব, নিজেকে প্রমাণ করতে পারলে সুযোগ মিলবে। এই নিয়ে ভাবতে চাই না। গতবছর পঞ্জাবে অনেক নতুন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। যত পারব অভিজ্ঞতা সঞ্চয় করে। ভারতীয় পেসার তথা বাংলা দলের সতীর্থ শামিও রয়েছেন কিংস ইলেভেনে। শামিকে পাশে পাওয়ায় অনেকটা সুবিধা হবে বলে মনে করছেন ঈশান। অত বড় মাপের ক্রিকেটার পাশে থাকলে আত্মবিশ্বাস বাড়ে বলে জানান চন্দননগরের তরুণ। আপাতত আইপিএল নিয়ে নয়, বাংলার রঞ্জিতে ট্রফি প্রকাশ করতে চান ঈশান পোড়েল।

advertisement

ঈশান পোড়েল প্রসঙ্গে কিংস কোচ অনিল কুম্বলে বলেন, ‘‘ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভাল বল করেছে ও ৷ শামির বিকল্প হিসেবে আমরা ভেবেছি ঈশানকে।’’

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এদিকে বাংলা থেকে ঈশান পোড়েল সুযোগ পেলেও এবারও আইপিএলে দল পেলেন না মনোজ তিওয়ারি। ৫০ লক্ষ টাকা বেস প্রাইজ থাকলেও প্রাক্তন অধিনায়ককে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। বাংলার আরেক ক্রিকেটার শাহবাজ আহমেদকে ২০ লক্ষ টাকায় দলে নিল বিরাটের আরসিবি।

বাংলা খবর/ খবর/খেলা/
‘শামির বিকল্প হিসেবে আমরা ভেবেছি ঈশানকে...’, জানালেন KXIP কোচ কুম্বলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল