এমনই বিধ্বস্ত ও বিপর্যস্ত ভারতীয় ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে কে সেরা ফিল্ডারের শিরোপা পেয়েছে সেই ভিডিও-ও রয়েছে তাতে। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে সেই ভাইরাল ভিডিওটি।
আরও পড়ুন: ব্যথায় কষ্ট পাচ্ছেন, অথচ গুচ্ছ ওষুধে অনীহা? বিশেষজ্ঞের এই টিপস মানলেই দৌড়বেন
ভিডিওতে দেখা গিয়েছে, ম্যাচ হেরে একেবারে মুষড়ে পড়েছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই সময় তাঁদের উজ্জীবিত করার চেষ্টা করছেন ভারতীয় ফিল্ডিং কোচ টি দিলীপ। খুবই উচ্ছ্বাসের সঙ্গে নানা মজার পরিস্থিতি তৈরি করে টি দিলীপ ক্রিকেটারদের মেডেল পরিয়ে দিচ্ছেন। সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি।
আরও পড়ুন: ডিম সেদ্ধ করার সময় ফেটে যায়? খোসা ছাড়াতে হিমশিম! সমাধানের সহজ টিপস
ক্রিকেটারদের অনুপ্রেরণা করার জন্য টি দিলীপ ছোট্ট ভাষণও দেন। দলকে নিজেদের নিয়ে গর্বিত ও বিশ্বাস বজায় রাখার কথা বলেছেন তিনি। ২০০৩ সালের বদলা ২০২৩ সালে নিতে পারল না ভারত। দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ হল। কিন্তু বিশ্ব জয় করা হল না ভারতের। ৬ উইকেটে ম্যাচ জেতার পাশাপাশি ষষ্ঠ বার বিশ্বকাপ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাটিং করে ২৪০ রান করেছিল ভারত। খুব সহজেই সেই রান করে জিতে যায় অজিরা।
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F