TRENDING:

প্যারিসের রাস্তায় মেসির পাশে সিআরসেভেন !

Last Updated:

ইউরোতে একসঙ্গে মেসি-রোনাল্ডো ? অবাক হচ্ছেন। প্রথমটা দেখলে একটু অবাকই হওয়ার মতো।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: ইউরোতে একসঙ্গে মেসি-রোনাল্ডো ? অবাক হচ্ছেন। প্রথমটা দেখলে একটু অবাকই হওয়ার মতো। কিন্তু সামনে থেকে দেখলে বুঝতে পারবেন, তাঁরা আসল না নকল। ইউরোর আমেজে বিশ্ব ফুটবলকে উপহার প্যারিস মিউজিয়ামের এই উপহার।
advertisement

তিনি তো কোপা আমেরিকা খেলতে এখন ব্যস্ত , তাহলে হঠাৎ প্যারিসের রাস্তায় মেসি কীভাবে ?  সরকারি মিউজিয়ামের সামনে এসে সবাই একবার থমকে যাচ্ছেন। সত্যিই তো এই মানুষটার তো এখন আমেরিকায় থাকার কথা। কিন্তু তিনি এখানে কী করছেন ? ঘোর কাটছে গায়ে বার্সেলোনার জার্সি দেখে।

পাশেই রয়েছেন আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিক যেন ইউরো দেখার জন্য সবাইকে মাঠে যেতে বলছেন দু’জনে। আসলে দু’টি মোমের মূর্তি বসিয়ে এই ভাবেই ইউরোর প্রচার করছে সরকারি জাদুঘর। সদর দিয়ে ভিতরে ঢুকলে রয়েছে আরও চমক। রয়েছেন বিশ্ব ফুটবলের তাবড়রা। সবমিলিয়ে সব খেলার সেরা ফুটবলকে খুঁজতে ইউরো দেখার পাশাপাশি এই মিউজিয়ামেও একবার ঘুরে যাচ্ছেন পর্যটকরা। দেখুন সেই ভিডিও ৷

advertisement

Video Courtesy: Beanyman Sports

 

বাংলা খবর/ খবর/খেলা/
প্যারিসের রাস্তায় মেসির পাশে সিআরসেভেন !