সাধারণত দুর্গাপুজোর উদ্বোধন হয় চতুর্থী-পঞ্চমী তিথিতে৷ আর দেবীর বোধন হয় দুর্গাষষ্ঠীতে৷ কিন্তু রোনাল্ডিনহো- দ্বিতীয়াতে মাতৃমূর্তি দর্শনও করলেন এবং মায়ের সামনে প্রদীপের থালি হাতে শ্রদ্ধাও নিবেদন করলেন৷
দেখুন সেই ভাইরাল ভিডিও
রোনাল্ডিনহো দেখতে সর্বত্রই ভিড় জমিয়েছিলেন ফ্যানরা৷ বার্সিলোনা, এসি মিলানের তারকাকে দেখতে সবাই চিৎকার করছিলেন তাঁর নাম ধরে৷ ৪৩ বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এইরকম স্বাগত পেয়ে দারুণ খুশি৷ সকলকে হাসিমুখে তিনি ধন্যবাদ জানান৷
দুর্গাপুজো কী রকম হয় তা নিয়ে জানেন রোনাল্ডিনহো
কলকাতায় আসার পর আর ১০ অ্যাকাডেমির উদ্বোধন করে ডিজনিল্যান্ডের আধারে তৈরি শ্রীভূমি প্যান্ডেল দর্শনে যান৷ সেখানে দুর্গাপুজোর বিশালত্ব দেখে আয়োজকদের খুঁটিয়ে খুঁটিয়ে দুর্গাপুজোর বিষয়ে নানা জিনিস জানতে চান৷ এরপর তিনি আর্জেন্টিনার তারকা মারাদোনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন৷ এছাড়া তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গেও দেখা করেন৷
রোনাল্ডিনহোকে ৩ ফুটবল ক্লাব স্বাগত জানায়
মুখ্যমন্ত্রীর সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহমেডান ক্লাব কর্তারাও রোনাল্ডিনহোকে স্বাগত জানান৷ এরপরেই তিনি প্যান্ডেল উদ্বোধনে যান৷