এদিন লাস্ট ওভারে কেকেআরের জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ বলে ৬ রান৷ কিন্তু অর্শদীপের কামাল বোলিংয়ে রান নেওয়ার জন্য ছটফট করছিলেন দুই এন্ডে থাকা দুই পাওয়ার হিটার আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং৷ রান নিতে মরিয়া রাসেল রান হয় না এমন পরিস্থিতি থেকে রান নিতে গিয়ে রান আউট হয়ে যান৷ শার্দুল ঠাকুর নেমেই দৌড়বেন এই মত নিয়েই মাঠে নেমেছিলেন৷ শেষ দুই বলে দুই রান দরকার ছিল৷ ফের শেষের আগের বলে রান নিতে পারেননি ৷ ফলে শেষ বলে দাঁড়ায় ১ বলে ২ রান দরকার৷
advertisement
আরও পড়ুন – PM Cares: কেরলের বন্যায় বিদেশি ত্রাণ নিতে দেওয়া হয়নি, পিএম কেয়ার্সে ৩ বছরে বিদেশি অনুদান ৫৩৫.৪৩ কোটি !
রইল শেষ বলের নাটকীয় মুহূর্তের ভাইরাল ভিডিও
অসাধারণ নাটকীয় উত্তেজনায় ভরা ম্যাচে শেষ ওভারে যখন কামাল করছিলেন বল হাতে অর্শদীপ সিং৷ তিনি হতে পারতেন হিরো৷ কিন্তু শেষ বলে কামাল ব্যাট করে চার রান করে দুরন্ত জয় পায় কেকেআর এবং নায়ক হন রিঙ্কু সিং৷