TRENDING:

Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও

Last Updated:

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম টি টোয়েন্টি (T20) ম্যাচে রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) সেই ক্যাচ ধরা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছিল৷ তারপর ইডেন গার্ডেন্সে বসেছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ৷ বুধবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করেছে৷ তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)  এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক করলেন৷ ২১ বছরের স্পিনার নিজের বোলিং দিয়ে প্রথম ম্যাচেই কামাল করলেন৷ ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি৷ অভিষেক ম্যাচে ভারতীয় স্পিনারদের এটা তৃতীয় সেরা পারফরম্যান্স ৷ কিন্তু রবি বিষ্ণোই-র একটা ফিল্ডিংয়ে গণ্ডগোলের জেরে টিম ইন্ডিয়ার ৫৩ রান অতিরিক্ত দিতে হয়৷ কী কাণ্ড হল ইডেন গার্ডেন্সে তাই এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
watch Viral video ravi bishnoi steps on boundary after taking nicholas pooran catch in Ind vs wi- Photo -AP
watch Viral video ravi bishnoi steps on boundary after taking nicholas pooran catch in Ind vs wi- Photo -AP
advertisement

ওয়েস্টইন্ডিজের ইনিংসের ৭ নম্বর ওভারে ভারতের পক্ষ থেকে বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল  (Yuzvendra Chahal), চাহলের প্রথম বলে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান (Nicholas Pooran) হাওয়ায় শট খেলেন৷ বল বাউন্ডারির ধধারে গেলে রবি বিষ্ণোই তা ধরে ফেলেন৷ কিন্তু এই সময়ে একটা বড় ভুল করে ফেলেন তরুণ রবি বিষ্ণোই৷ নিজের ভারসাম্য নষ্ট করে ক্যাচ ধরা অবস্থায় বাউন্ডারি রোপে পা দিয়ে ফেলেন রবি বিষ্ণোই৷ এতে পুরান জীবনদান পান পাশাপাশি ৬ রানও পান৷ সেই সময় পুরান ৮ রানে ব্যাট করছিলেন৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম টি টোয়েন্টি (T20) ম্যাচে রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) সেই ক্যাচ ধরা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

নিকোলাস পুরানের জীবনদানের পর আরও ৫৩ রান জোড়েন

আরও পড়ুন - Virat and Rohit: হেব্বি ভাব বিরাট ও রোহিতের, কোহলির পরামর্শেই ডিআরএস, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজো ঘাটে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-প্রশাসনের কড়াকড়ি! জারি করা হল 'এইসব' নির্দেশ
আরও দেখুন

নিকোলাস পুরান জীবন পাওয়ার পর তার ভরপুর ফায়দা ওঠায়৷ বাঁহাতি ওয়েস্টইন্ডিজের ক্রিকেটার ৬১ রানের ইনিংস খেলেন৷ যার ৪ টি চার, ৫ টি ছয় রয়েছে৷ ৮ রানে ব্যাট করা অবস্থায় একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু সেখান থেকে আরও ৫৩ রান করেন তিনি৷ পুরান ৪৩ বলে ৪ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান৷ তিনি এই সময়ে ১৪১ -র বেশি স্ট্রাইক রেটে রান তোলেন৷ পুরানকে আউট করেন হর্ষল প্যাটেল৷ হর্ষল প্যাটেলের বলে বিরাট কোহলি ক্যাচ ধরেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল