TRENDING:

Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও

Last Updated:

ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম টি টোয়েন্টি (T20) ম্যাচে রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) সেই ক্যাচ ধরা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছিল৷ তারপর ইডেন গার্ডেন্সে বসেছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ৷ বুধবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করেছে৷ তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)  এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক করলেন৷ ২১ বছরের স্পিনার নিজের বোলিং দিয়ে প্রথম ম্যাচেই কামাল করলেন৷ ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি৷ অভিষেক ম্যাচে ভারতীয় স্পিনারদের এটা তৃতীয় সেরা পারফরম্যান্স ৷ কিন্তু রবি বিষ্ণোই-র একটা ফিল্ডিংয়ে গণ্ডগোলের জেরে টিম ইন্ডিয়ার ৫৩ রান অতিরিক্ত দিতে হয়৷ কী কাণ্ড হল ইডেন গার্ডেন্সে তাই এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
watch Viral video ravi bishnoi steps on boundary after taking nicholas pooran catch in Ind vs wi- Photo -AP
watch Viral video ravi bishnoi steps on boundary after taking nicholas pooran catch in Ind vs wi- Photo -AP
advertisement

ওয়েস্টইন্ডিজের ইনিংসের ৭ নম্বর ওভারে ভারতের পক্ষ থেকে বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল  (Yuzvendra Chahal), চাহলের প্রথম বলে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান (Nicholas Pooran) হাওয়ায় শট খেলেন৷ বল বাউন্ডারির ধধারে গেলে রবি বিষ্ণোই তা ধরে ফেলেন৷ কিন্তু এই সময়ে একটা বড় ভুল করে ফেলেন তরুণ রবি বিষ্ণোই৷ নিজের ভারসাম্য নষ্ট করে ক্যাচ ধরা অবস্থায় বাউন্ডারি রোপে পা দিয়ে ফেলেন রবি বিষ্ণোই৷ এতে পুরান জীবনদান পান পাশাপাশি ৬ রানও পান৷ সেই সময় পুরান ৮ রানে ব্যাট করছিলেন৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম টি টোয়েন্টি (T20) ম্যাচে রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) সেই ক্যাচ ধরা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

advertisement

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

নিকোলাস পুরানের জীবনদানের পর আরও ৫৩ রান জোড়েন

আরও পড়ুন - Virat and Rohit: হেব্বি ভাব বিরাট ও রোহিতের, কোহলির পরামর্শেই ডিআরএস, ভাইরাল ভিডিও

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

নিকোলাস পুরান জীবন পাওয়ার পর তার ভরপুর ফায়দা ওঠায়৷ বাঁহাতি ওয়েস্টইন্ডিজের ক্রিকেটার ৬১ রানের ইনিংস খেলেন৷ যার ৪ টি চার, ৫ টি ছয় রয়েছে৷ ৮ রানে ব্যাট করা অবস্থায় একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু সেখান থেকে আরও ৫৩ রান করেন তিনি৷ পুরান ৪৩ বলে ৪ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান৷ তিনি এই সময়ে ১৪১ -র বেশি স্ট্রাইক রেটে রান তোলেন৷ পুরানকে আউট করেন হর্ষল প্যাটেল৷ হর্ষল প্যাটেলের বলে বিরাট কোহলি ক্যাচ ধরেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Bishnoi: ঝাক্কাস পারফরম্যান্সের দিনে সামাণ্য চোনা! বাউন্ডারি রোপে কি করলেন রবি, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল