ওয়েস্টইন্ডিজের ইনিংসের ৭ নম্বর ওভারে ভারতের পক্ষ থেকে বোলিং করছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), চাহলের প্রথম বলে ওয়েস্টইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান (Nicholas Pooran) হাওয়ায় শট খেলেন৷ বল বাউন্ডারির ধধারে গেলে রবি বিষ্ণোই তা ধরে ফেলেন৷ কিন্তু এই সময়ে একটা বড় ভুল করে ফেলেন তরুণ রবি বিষ্ণোই৷ নিজের ভারসাম্য নষ্ট করে ক্যাচ ধরা অবস্থায় বাউন্ডারি রোপে পা দিয়ে ফেলেন রবি বিষ্ণোই৷ এতে পুরান জীবনদান পান পাশাপাশি ৬ রানও পান৷ সেই সময় পুরান ৮ রানে ব্যাট করছিলেন৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ (Ind vs WI) প্রথম টি টোয়েন্টি (T20) ম্যাচে রবি বিষ্ণোই-র (Ravi Bishnoi) সেই ক্যাচ ধরা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)
নিকোলাস পুরানের জীবনদানের পর আরও ৫৩ রান জোড়েন
আরও পড়ুন - Virat and Rohit: হেব্বি ভাব বিরাট ও রোহিতের, কোহলির পরামর্শেই ডিআরএস, ভাইরাল ভিডিও
নিকোলাস পুরান জীবন পাওয়ার পর তার ভরপুর ফায়দা ওঠায়৷ বাঁহাতি ওয়েস্টইন্ডিজের ক্রিকেটার ৬১ রানের ইনিংস খেলেন৷ যার ৪ টি চার, ৫ টি ছয় রয়েছে৷ ৮ রানে ব্যাট করা অবস্থায় একটা সুযোগ দিয়েছিলেন কিন্তু সেখান থেকে আরও ৫৩ রান করেন তিনি৷ পুরান ৪৩ বলে ৪ টি চার এবং ৫ টি ছক্কা হাঁকান৷ তিনি এই সময়ে ১৪১ -র বেশি স্ট্রাইক রেটে রান তোলেন৷ পুরানকে আউট করেন হর্ষল প্যাটেল৷ হর্ষল প্যাটেলের বলে বিরাট কোহলি ক্যাচ ধরেন৷