৯ রানের ইনিংসে অবশ্য এদিন ২ টি চার মারেন৷ একটি চার দ্বিতীয় ওভারে ব্যাটের ভিতরের কানা লেগে চার রান হয়৷ দ্বিতীয় চারটি তিনি ট্রেন্ট বোল্টের ওভারে মারেন৷ এরপরে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে আসেন আর তখন বিরাট কোহলি স্ট্রাইকে ছিলেন৷ বিরাট এই ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা ৩ বলে কোনও রান পাননি৷ চতুর্থ বল ওয়াইড ছিল৷ প্রসিদ্ধ কৃষ্ণা পরের বলে বিরাট কোহি পুল শট মারার চেষ্টা করেছিলেন কিন্তু বল ব্যাটের বাইরের কানায় লেগে ব্যাকওয়ার্ড পয়েন্টে পৌঁছয়৷ সেখানেই রিয়ান পরাগ তাঁর ক্যাচ ধরে নেয়৷
advertisement
আরও পড়ুন - Summer Skin care Tips: সূর্যের কিরণে পোড়া ভাব হচ্ছে ত্বকে, কুছ পরোয়া নেই, রইল টিপস
দেখে নিন বিরাট কোহলির আউট হওয়ার ভাইরাল ভিডিও (Viral Video)
বিরাট কোহলির খারাপ ফর্ম জারি
আইপিএল ২০২২ এ বিরাট কোহলি-র খারাপ ফর্ম জারি রয়েছে৷ লিগের ১৫ তম মরশুমে তিনি আরসিবি-র জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন৷ তাতে তাঁর ব্যাট থেকে মাত্র ১২৮ রান এসেছে৷ তাঁর ব্যাটিং গড় ১৬ রান৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলা ম্যাচে তিনি অনুজ রাওয়াতের জায়গায় ব্যাটিং করতে আসেন৷ ক্রিকেট ফ্যানরা ভেবেছিলেন তাঁর ব্যাট এদিন ভাল কিছু করে দেখাবে, কিন্তু প্রত্যাশাই সার, এরকম কিছুই হয়নি৷
আরও পড়ুন- Murshidabad News: হাজার হাজার টাকার রুপো হচ্ছিল পাচার, তারপর...
বিরাট কোহলিকে যদি বাদ দেওয়া হয় তাহলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রদর্শন ঠিকঠাক৷ ১৫ তম মরশুমে ৯ টি ম্যাচের পাঁচটিতে জিতেছে তারা৷ তারা পয়েন্ট টেবলের পাঁচ নম্বরে রয়েছে৷ এখনও অবধি ফ্যাফ ডু প্লেসির আইপিএল প্লেঅফে পৌঁছনোর সম্ভবনা উজ্জ্বল রয়েছে৷