TRENDING:

Asian Games 2023: হাউহাউ করে কাঁদছেন পাকিস্তান কোচ, সুপার ভাইরাল, কিন্তু কেন, সেটাই রহস্য

Last Updated:

Asian Games 2023: এদিকে এই মুহূর্তে ভারতের কোয়ার্টার ফাইনালের চেয়েও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে পাকিস্তান বাস্কেটবল দলের কোচ৷ তিনি ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ১৯ তম এশিয়ান গেমস (এশিয়ান গেমস ২০২৩) চিনের হ্যাংজুতে শুরু হয়েছে৷  বিশ্বের ৪৫টি দেশের প্রায় ১২ হাজার ক্রীড়াবিদ এই মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছেন।  ভলিবল পুরুষদের বিভাগে দক্ষিণ কোরিয়া এবং চাইনিজ তাইপেকে হারিয়ে ইতিহাস তৈরি করেছে ভারত। কোয়ার্টার ফাইনালে উঠেছে টিম ইন্ডিয়া। ১৯৮৬ থেকে ভারত এই ইভেন্টে কোনও পদক জেতেনি। তবে এবার পদকের আশা জাগিয়েছে ভারতীয় ভলিবল দল। কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে জাপানের৷
ভাইরাল হচ্ছে পাকিস্তান বাস্কেটবল দলের কোচ - Photo Courtesy- X Account video grab
ভাইরাল হচ্ছে পাকিস্তান বাস্কেটবল দলের কোচ - Photo Courtesy- X Account video grab
advertisement

এদিকে এই মুহূর্তে ভারতের কোয়ার্টার ফাইনালের চেয়েও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে পাকিস্তান বাস্কেটবল দলের কোচ৷ তিনি ম্যাচের পর কান্নায় ভেঙে পড়েন৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

ভারতের পাশাপাশি পাকিস্তানও এখন পর্যন্ত ভলিবলে দারুণ পারফর্ম করেছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানও কোয়ার্টার ফাইনালে উঠেছে। দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে শেষ আটে প্রবেশ করেছে পাকিস্তান। পাকিস্তানের এই জয়ের পর ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেন ব্রাজিল দলের কোচ ইসনায়ে ফেররাজ। দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে পাকিস্তানের জন্য এটি একটি বড় জয়।

advertisement

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

পাকিস্তানি দলের কোচের কান্নার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বক্তব্য খেলাধুলোর প্রতিটি ক্ষেত্রেই এমন সৎ কোচ প্রয়োজন। এশিয়ান গেমস ২০২৩-এ পাকিস্তান এখনও পদক টেবিলে তার খাতা খুলতে পারেনি, যেখানে ভারত ৫টি পদক নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে।

ইয়াকুব বড় জয়ের কথা ঘোষণা করেন

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

পাকিস্তানি মিডিয়ার মতে, পাকিস্তান ভলিবল ফেডারেশনের প্রধান চৌধুরী মহম্মদ ইয়াকুব এটাকে বড় জয় বলেছেন। ইয়াকুব দ্য নিউজকে বলেন, ‘এটা বড় জয়। আজ ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। প্রতিপক্ষ দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেওয়ার পর ছেলেরা দুর্দান্ত খেলেছে। এই জয় চিত্তাকর্ষক।’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asian Games 2023: হাউহাউ করে কাঁদছেন পাকিস্তান কোচ, সুপার ভাইরাল, কিন্তু কেন, সেটাই রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল