সেই নিলামের দিনের পর ফের একবার ক্ষেপে উঠল চেন্নাই সুপার কিংস ফ্যানরা৷ কারণ চেন্নাই সুপার কিংস নিজেদের পুরনো বিশ্বস্ত তারকা সুরেশ রায়নার (Suresh Raina) ভিডিও পোস্ট করেছে৷ সেখানে তাঁর ২০০৮ থেকে ২০২১ সাল তাঁর সিএসকে -তে উপস্থিতি দেখানো হয়৷ এই ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০০ আইপিএল ম্যাচ খেলার পরিসংখ্যানও দেখানো হয়৷ সিএসকে সুরেশ রায়নার অবদানকে কুর্নিশ করেছে৷
advertisement
এই ভিডিও দেখে ফ্যানরা রেগে আগুন৷ এক ফ্যান ভেঙে যাওয়া হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন৷ একজন লিখেছেন ব্যাস এখন অনেক হয়েছে এমন কমেন্ট করেছেন৷ সিএসকে - আরেক ফ্যান লিখেছেন চেন্নাই সুপার কিংসের অলটাইম ইলেভেনে তিন নম্বরে জায়গা পাকা সুরেশ রায়নার৷
সুরেশ রায়না আইপিএলে ২০৫ ম্যাচে খেলেছেন৷
আরও পড়ুন - Cricketer Actress Gossip: বয়েসে বড় এই অভিনেত্রীর প্রেমে হাবুডুবু রতুরাজ গায়কোয়াড়
বাঁ হাতের সুরেশ রায়না আইপিএলে অসম্ভব অভিজ্ঞতা সম্পন্ন এক ক্রিকেটার৷ তিনি টি টোয়েন্টি লিগে ২০৫ ম্যাচ খেলেছেন৷ একটি শতরান , ৩৯ টি অর্ধশতরান করেছেন৷ তাঁর মোট রান ৫৫২৮৷ তিনি গুজরাত লায়ন্স দলের অধিনায়কত্বও সামলেছেন৷ তিনি ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে ক্রিকেট খেলেননি৷ গত মরশুম তাঁর ভাল যায়নি৷ তিনি ১২ টি ম্যাচে একটি অর্ধশতরান করেন এবং ১৬০ রান করেন৷