পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আক্রমের বিরুদ্ধে লাহোরে অভিযোগ দায়ের হয়েছে। জানা যাচ্ছে, মহম্মদ ফিয়াজ নামে এক ব্যক্তি ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিতে অভিযোগ দায়ের করেছেন।
সেই ব্যক্তির অভিযোগ, প্রকাশ্যে জুয়ার প্রচার করছেন আক্রম। ‘বাজি’ নামে একটা বিদেশি অনলাইন বেটিং সংস্থার ব্র্যান্ড আম্বাসাডর হয়েছেন ওয়াসিম আক্রম। আর তাতেই সেই ব্যক্তির আপত্তি। তিনি জানিয়েছেন, আক্রমের মতো কিংবদন্তি ক্রিকেটারের অর্থ উপার্জনের জন্য এমন কাজ সত্যিই দায়িত্বজ্ঞানহীন।
advertisement
আরও পড়ুন- নিবিড় বন্ধুত্ব, মাখো মাখো প্রেম! WhatsApp-এ ভুলেও এই কাজগুলো করবেন না! পস্তাতে হবে…
পাকিস্তানের ইলেকট্রনিক ক্রাইম অ্যাক্ট ২০১৬ অনুযায়ী আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি। যদিও এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেননি আক্রম।
পাকিস্তানের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির এক আধিকারিক বলেছেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ জানা গিয়েছে আক্রমকে এখনও কোনও নোটিস পাঠানো হয়নি। উল্লেখ্য, একই অভিযোগে গত শনিবার গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের ইউটিউবার সাদ উর রহমান। যিনি ডকি ভাই নামেও জনপ্রিয়। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রম কিংবদন্তি। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও কি একই পথে হাঁটবে প্রশাসন!
ওয়াসিম আক্রম এরই মধ্যে ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে মুখ খুলেছেন। আক্রম বলেছেন, ‘এই ম্যাচ নিয়ে পাকিস্তানে আলাদা কোনও হেলদোল নেই। ম্যাচ হোক বা না হোক, আমাদের কোনও সমস্যা নেই। তবে খেলাটা হওয়া উচিত বলেই আমার ব্যক্তিগত মতামত। আমি তো বেঁচে থাকতে থাকতে ভারত–পাকিস্তানের মধ্যে টেস্ট সিরিজ দেখতে চাই। রাজনীতি আলাদা জায়গা। আমি রাজনীতিবিদ নই।’
উল্লেখ্য, ৯ থেকে ২৮ সেপ্টেম্বর দুবাই এবং আবু ধাবিতে এশিয়া কাপের আসর বসবে। আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ–ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। গ্রুপ বি– শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান এবং হংকং। দুবাইতে ১১টি ম্যাচ হবে। আবু ধাবিতে আটটি।