TRENDING:

Shubhman Gill: শুভমনের মধ্যে সচিনের গুন লক্ষ্য করেছেন আক্রম, ধুয়ে দিলেন কেকেআরকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের অন্যতম ভরসা তিনি।বর্তমানে স্বপ্নের পর্মে রয়েছেন। তা সে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলের মতন ২০ ওভারের প্রতিযোগিতা হোক। এ বছর তিন ফরম্যাটেই দেশের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। সেই শুভমন গিলের প্রশংসায় পঞ্চমুখ এবার পাক পেসার ওয়াসিম আক্রম। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের ইনিংস খেলেন গিল।

গিলকে সচিনের সঙ্গে এক আসনে বসিয়ে দিলেন ওয়াসিম
গিলকে সচিনের সঙ্গে এক আসনে বসিয়ে দিলেন ওয়াসিম
advertisement

এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬তম সংস্করণে সব মিলিয়ে প্রায় ৯০০ রান। তিনটি করে সেঞ্চুরি এবং হাফসেঞ্চুরি। অথচ এই শুভমন গিলকেই ২০২২ সালে নিলামের আগে ছেড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে কেনে আইপিএলের নতুন দল গুজরাট টাইটান্স। কেকেআর টিম ম্যানেজমেন্ট পরিষ্কার জানিয়েছিল, শুভমনকে ছাড়ার কোনও আক্ষেপ নেই তাদের।

গুজরাট টাইটান্সে যোগ দিয়েই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ। এ বারও ফাইনালে উঠেছিল গুজরাট টাইটান্স। এতে অনেক বড় অবদান যে শুভমনের, এ বিষয়ে সন্দেহ নেই। শুভমন ছেড়ে দেওয়া নিয়ে এ বার কেকেআর টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করলেন পাকিস্তানের কিংবদন্তি প্রাক্তন পেসার ওয়াসিম আক্রম। দেশের হয়ে সব ফরম্যাটেই ধারাবাহিক ভালো খেলছেন শুভমন।

advertisement

আইপিএলেও সাফল্য পাচ্ছেন। কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন বোলিং কোচ ওয়াসিম আক্রম বলছেন, সচিনের মত শুভমনের বেসিক খুব স্ট্রং। আমি কিছুতেই বুঝতে পাচ্ছি না, ওর পুরনো দল কেকেআর কী ভাবে ওকে ছেড়ে দিল। তারা কি ওর প্রতিভাকে বুঝতে পারেনি! ২০২২ সালে আইপিএল নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তীকে রিটেন করে কলকাতা নাইট রাইডার্স।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

তরুণ ব্যাটার শুভমনকে ছেড়ে দেয়। এই সিদ্ধান্ত অনেককেই অবাক করেছিল। কেকেআর টিম ম্যানেজমেন্ট অবশ্য খুব বেশি মাথা ঘামায়নি। বরং সিইও ভেঙ্কি মাইসোর জানিয়েছিলেন, এতে কোনও আক্ষেপ নেই। শুধুমাত্র পরবর্তী ব্যাটিং সুপারস্টার নয়, শুভমনের মধ্যে ভবিষ্যৎ ক্যাপ্টেনের রসদ রয়েছে বলেও মনে করেন ওয়াসিম আক্রম। বলছেন, ওরা হয়তো বুঝতে পারেনি, শুভমন ভবিষ্যৎ অধিনায়কও। শুধ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই নয়, ভারতীয় দলেরও অধিনায়ক হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Shubhman Gill: শুভমনের মধ্যে সচিনের গুন লক্ষ্য করেছেন আক্রম, ধুয়ে দিলেন কেকেআরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল