আপনি যা করতে চান তার জন্য পরিকল্পনা করুন। আপনি যদি তা করতে না পারেন তবে যা বলা হচ্ছে তা করুন। আর এমন কথা বলবেন না যেটা কাজে করে দেখাতে পারবেন না। এই কারণেই পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের হাসির খোরাক বানায়। ওয়াসিম জানিয়েছেন তার এই কথার ভুল ব্যাখ্যা যেন না করা হয়। পাক ক্রিকেট কর্তারা তাকে দেশদ্রোহী বলতে পারেন।
advertisement
কিন্তু সেটা নিয়ে তিনি চিন্তিত নন। কারণ তিনি জানেন মাঠে নেমে পাকিস্তানে জার্সিতে তার যা অবদান আছে সেটা ওই কর্তাদের নেই। তাই তাদের কথা নিয়ে তিনি নিজের সময় নষ্ট করতে চান না। ওয়াসিম মনে করেন পাকিস্তানের প্রতি অন্যায় করা হলে অবশ্যই পিসিবি র প্রতিবাদ করা উচিত। কিন্তু অহেতুক বিতর্ক সৃষ্টি করার জন্য এবং নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য বিশ্বকাপে ভারতে দল পাঠাবো না, এ কথা বলা উচিত নয়।
তার মনে হয় আহমেদাবাদে কেন, পাকিস্তানের ক্রিকেটারদের ভারতের যে মাঠে খেলতে বলা হবে সেখানেই তারা খেলতে রাজি আছে। পাকিস্তান একটা পেশাদার ক্রিকেট দল। তাদের এবার সেমিফাইনাল খেলার সম্ভাবনা যথেষ্ট। ওয়াসিম মনে করেন খেলার বাইরে ফালতু জিনিসে সময় নষ্ট না করে পাক বোর্ড যদি ক্রিকেটারদের বেশি করে অনুশীলন ম্যাচের ব্যবস্থা করতে পারেন বিশ্বকাপের আগে সেটা দলের ভাল হয়।
কারণ তিনি জানেন বিশ্বকাপে ভারতে দল পাঠাতে বাধ্য পাকিস্তান। তারা এত বোকা নয় দল না পাঠিয়ে কোটি কোটি টাকার পেনাল্টি দেবে আইসিসিকে। পাশাপাশি বিশ্বকাপের জন্য ওয়াসিম বাবর, রিজওয়ান, শাহিনদের শুভেচ্ছা জানিয়েছেন।