TRENDING:

War in Ukraine: পুরো অ্যাপার্টমেন্টে একা রয়েছেন ভারতীয় চ্যাম্পিয়ন, বুঝছেন না কি হবে

Last Updated:

ইউক্রেন -রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia War) পরিস্থিতিতে এখনও অনেক ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিয়েভ: ইউক্রেনে রাশিয়া (War in Ukraine) হামলা করে দিয়েছে৷ ইউক্রেনে এখন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ ভারতীয়রা বিভিন্ন উপায়ে দেশে ফিরছেন৷  কিন্তু ইউক্রেন -রাশিয়া যুদ্ধের  (Ukraine-Russia War) পরিস্থিতিতে এখনও অনেক ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷ এর মধ্যে দেশের  প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন অন্বেশ উপাধ্যায়ও শামিল রয়েছেন৷ আর তিনি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷ তাঁর অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে তিনি একাই আছেন৷ তিনি ভীষণ ভীত হয়ে আছেন৷ কিয়েভের এক হাসপাতালে তিনি গ্যাসট্রেন্টোলজি -র এক বিশেষ ট্রেনিং নিচ্ছেন৷ অন্বেশ মার্চ মাসে দেশে ফেরার কথা ছিল৷ কিন্তু রাশিয়ার এভাবে হঠাৎ আক্রমণের ঘোষণায় একেবারে গণ্ডগোলে পরিস্থিতি৷ তারমধ্যে এই মুহূর্তে আবার ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ (War in Ukraine) ঘোষণা করে দিয়েছে রাশিয়া (Russia) ৷ এই অবস্থায় ইউক্রেনে (Ukarine) আটক থাকা অন্বেশ জানেন না তাঁর ভবিষ্যত কি৷
advertisement

২০১৭ সালে জাতীয় রপিড দাবায় চ্যাম্পিয়ন তিনি৷ তিনি কিয়েভ থেকে পিটিআইকে বলেছেন কোনও কিছুই তিনি আশা করছেন না৷ এটা পুরোপুরি সেনা হামলা৷ এটা আশা করা হয়নি৷ অন্বেশ বলেছেন, ‘‘ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় রয়েছেন৷ আর গত কয়েকদিনে ৪ হাজার ভারতীয় দেশে ফিরতে পেরেছেন৷ তাঁর ভুবনেশ্বরে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷  তাঁরা সকলেই তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছেন৷ দেশে তাঁর মা বাবা খুবই চিন্তা করছেন৷ তিনি জানিয়েছেন মার্চের প্রথম সপ্তাহে দেশে ফেরার ভাবনা আছে তাঁর৷

advertisement

আ‍রও পড়ুন - Ranji Trophy: সন্তানের শব সবচেয়ে ভারী, কন্যাসন্তানের শেষকৃত্য করে রনজিতে শতরান বিষ্ণু সোলাঙ্কি

তিনি জানিয়েছেন ‘‘বাবা, মা, স্কুলের শিক্ষকরা তাঁকে ফেরত ডাকছেন৷ তাঁর অ্যাপার্টমেন্টে তিনি একলা থাকেন৷ জানি না কী হবে৷ এই হামলা হঠাৎ করা হয়েছে৷ এরজন্য কেউ কিছুই করতে পারেননি৷ অন্বেশ এটা বলেছেন তিনি আগে ইউক্রেন ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্লেনের টিকিট পাননি৷’’

advertisement

আরও পড়ুন - IND vs SL: রোহিত শর্মার স্ত্রী-র মন্তব্য নিয়ে তুলকালাম নেটদুনিয়া, প্রকাশ্যেই স্বীকারোক্তি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

দেশে অস্বস্তিকর পরিস্থিতি শুরু হওয়ার সময়েই তিনি নিজের অফিস আধিকারিকদের থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন৷ এখন ইউক্রেন ভারতীয় দূতাবাসের জন্য অপেক্ষা করছে৷ অন্বেশ জানিয়েছেন এই  মুহূর্তে ভারতীয় দূতাবাসের উচিত দ্রুত ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
War in Ukraine: পুরো অ্যাপার্টমেন্টে একা রয়েছেন ভারতীয় চ্যাম্পিয়ন, বুঝছেন না কি হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল