TRENDING:

War in Ukraine: পুরো অ্যাপার্টমেন্টে একা রয়েছেন ভারতীয় চ্যাম্পিয়ন, বুঝছেন না কি হবে

Last Updated:

ইউক্রেন -রাশিয়া যুদ্ধের (Ukraine-Russia War) পরিস্থিতিতে এখনও অনেক ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কিয়েভ: ইউক্রেনে রাশিয়া (War in Ukraine) হামলা করে দিয়েছে৷ ইউক্রেনে এখন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক৷ ভারতীয়রা বিভিন্ন উপায়ে দেশে ফিরছেন৷  কিন্তু ইউক্রেন -রাশিয়া যুদ্ধের  (Ukraine-Russia War) পরিস্থিতিতে এখনও অনেক ভারতীয় ইউক্রেনে আটকে রয়েছেন৷ এর মধ্যে দেশের  প্রাক্তন দাবা চ্যাম্পিয়ন অন্বেশ উপাধ্যায়ও শামিল রয়েছেন৷ আর তিনি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন৷ তাঁর অ্যাপার্টমেন্টে এই মুহূর্তে তিনি একাই আছেন৷ তিনি ভীষণ ভীত হয়ে আছেন৷ কিয়েভের এক হাসপাতালে তিনি গ্যাসট্রেন্টোলজি -র এক বিশেষ ট্রেনিং নিচ্ছেন৷ অন্বেশ মার্চ মাসে দেশে ফেরার কথা ছিল৷ কিন্তু রাশিয়ার এভাবে হঠাৎ আক্রমণের ঘোষণায় একেবারে গণ্ডগোলে পরিস্থিতি৷ তারমধ্যে এই মুহূর্তে আবার ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ (War in Ukraine) ঘোষণা করে দিয়েছে রাশিয়া (Russia) ৷ এই অবস্থায় ইউক্রেনে (Ukarine) আটক থাকা অন্বেশ জানেন না তাঁর ভবিষ্যত কি৷
advertisement

২০১৭ সালে জাতীয় রপিড দাবায় চ্যাম্পিয়ন তিনি৷ তিনি কিয়েভ থেকে পিটিআইকে বলেছেন কোনও কিছুই তিনি আশা করছেন না৷ এটা পুরোপুরি সেনা হামলা৷ এটা আশা করা হয়নি৷ অন্বেশ বলেছেন, ‘‘ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় রয়েছেন৷ আর গত কয়েকদিনে ৪ হাজার ভারতীয় দেশে ফিরতে পেরেছেন৷ তাঁর ভুবনেশ্বরে তাঁর বাড়ির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন৷  তাঁরা সকলেই তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছেন৷ দেশে তাঁর মা বাবা খুবই চিন্তা করছেন৷ তিনি জানিয়েছেন মার্চের প্রথম সপ্তাহে দেশে ফেরার ভাবনা আছে তাঁর৷

advertisement

আ‍রও পড়ুন - Ranji Trophy: সন্তানের শব সবচেয়ে ভারী, কন্যাসন্তানের শেষকৃত্য করে রনজিতে শতরান বিষ্ণু সোলাঙ্কি

তিনি জানিয়েছেন ‘‘বাবা, মা, স্কুলের শিক্ষকরা তাঁকে ফেরত ডাকছেন৷ তাঁর অ্যাপার্টমেন্টে তিনি একলা থাকেন৷ জানি না কী হবে৷ এই হামলা হঠাৎ করা হয়েছে৷ এরজন্য কেউ কিছুই করতে পারেননি৷ অন্বেশ এটা বলেছেন তিনি আগে ইউক্রেন ছাড়ার চেষ্টা করেছিলেন কিন্তু প্লেনের টিকিট পাননি৷’’

advertisement

আরও পড়ুন - IND vs SL: রোহিত শর্মার স্ত্রী-র মন্তব্য নিয়ে তুলকালাম নেটদুনিয়া, প্রকাশ্যেই স্বীকারোক্তি

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

দেশে অস্বস্তিকর পরিস্থিতি শুরু হওয়ার সময়েই তিনি নিজের অফিস আধিকারিকদের থেকে ছুটি চেয়ে নিয়েছিলেন৷ এখন ইউক্রেন ভারতীয় দূতাবাসের জন্য অপেক্ষা করছে৷ অন্বেশ জানিয়েছেন এই  মুহূর্তে ভারতীয় দূতাবাসের উচিত দ্রুত ভারতীয়দের দেশে ফেরানোর ব্যবস্থা করা৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
War in Ukraine: পুরো অ্যাপার্টমেন্টে একা রয়েছেন ভারতীয় চ্যাম্পিয়ন, বুঝছেন না কি হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল